রোনালদোকে থামাতে দলীয় প্রচেষ্টা চান উরুগুয়ে কোচ

ফর্মে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোকে কোনো একজন খেলোয়াড় থামাতে পারবে না বলে মনে করেন অস্কার তাবারেস। শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগাল অধিনায়ককে আটকাতে পুরো দলের প্রচেষ্টার দরকার বলে জানালেন উরুগুয়ের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 07:44 PM
Updated : 29 June 2018, 07:44 PM

সোচিতে শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।

রাশিয়া বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন রোনালদো। 'বি' গ্রুপের রানার্স-আপ হয়ে পর্তুগালের নকআউট পর্বে ওঠায় চার গোল করে বড় অবদান রাখেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

স্বভাবতই ফিশৎ স্টেডিয়ামে শনিবারের ম্যাচে সব নজর থাকবে রোনালদোর উপর। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারকে থামানো নিয়েই এখন সব ভাবনা তাবারেসের।   

"আমি বিশ্বাস করি, রোনালদো বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। রোনালদোর নানা গুণের মধ্যে সেরাটা হলো সে দলটির নেতা। এমন কোনো খেলোয়াড় নেই যে তাকে রুখতে পারবে। তাকে থামানোর চেষ্টায়, তার প্রভাব সীমিত করার চেষ্টায় আমাদেরকে দলীয়ভাবে কাজ করতে হবে।"   

ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল দলটাকে খুব শক্তিশালী হিসেবে দেখছেন তাবারেস।

"পর্তুগালের শেষ ম্যাচটিতে মাঠে তাদের নয়জন খেলোয়াড় ছিল যারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটাই তাদের মানের প্রমাণ।"

গ্রুপ পর্বে দারুণ খেলেছে উরুগুয়ে। তিন ম্যাচের সবকটি জিতে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন তারা। ম্যাচ তিনটিতে পাঁচটি গোল করার বিপরীতে একটিও হজম করেনি দলটি।