চ্যাম্পিয়নের মতো খেলতে না পারায় ক্ষমা চাইল জার্মানি

দক্ষিণ কোরিয়ার কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কোচ ইওয়াখিম লুভ মেনে নেন তার দল ছিটকে পড়ারই যোগ্য। কোচের সঙ্গে সুর মিলিয়ে এবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনও চ্যাম্পিয়নের মতো খেলতে না পারার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 10:07 AM
Updated : 28 June 2018, 10:07 AM

‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বুধবার দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। দুই হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি।

এরপর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে টুইট করে।

“প্রিয় সমর্থকেরা, আপনাদের মতো আমরাও হতাশ।”

“একটা বিশ্বকাপ চার বছর পর পর আসে এবং আমরা অনেক অনেক বেশি প্রত্যাশা করেছিলাম। জার্মানি বিশ্ব চ্যাম্পিয়নদের মতো না খেলায় আমরা দুঃখিত এবং এটা যত কষ্টদায়কই হোক না কেন, আমরা ছিটকে পড়ারই যোগ্য।”

“বিশ্ব জুড়ে আমাদের প্রতি আপনাদের দারুণ সমর্থন ছিল। রিওতে আমরা একসঙ্গে উদযাপন করেছি কিন্তু ফুটবলে কখনও কখনও আপনাকে হার মেনে নিতে হবে এবং স্বীকার করতে হবে আপনার প্রতিপক্ষ বেশি ভালো ছিল।”

কোচ লুভের চুক্তি আছে ২০২২ সাল পর্যন্ত। তবে ডিএফবি দল ও কোচকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানায়নি।