লাল ফিতায় ভাগ্য ফিরল মেসির?

নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে এক সাংবাদিকের মায়ের পাঠানো সৌভাগ্যের প্রতীক লাল ফিতা পায়ে বেঁধে নেমেছিলেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 09:49 AM
Updated : 28 June 2018, 09:49 AM

সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে মঙ্গলবার নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় ওঠে আর্জেন্টিনা। ম্যাচের চতুর্দশ মিনিটে চলতি আসরে নিজের প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন মেসি।

প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর ক্রোয়েশিয়ার বিপক্ষেও আলো ছড়াতে পারেননি বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

আইসল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারানোর পর টেলিভিশন সাংবাদিক রামা পানতেরোত্তোর মায়ের দেওয়া লাল ফিতাটি হাতে পান মেসি। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে পানতেরত্তো ফিতার কথা মনে আছে কি-না জানতে চাইলে, তাকে চমকে দিয়ে ৩১ বছর বয়সী মেসি নিজের মোজা নামিয়ে বলেন, “দেখুন”।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পানতেরোত্তো লিখেন, “আমার মা মেসিকে একটি লাল ফিতা উপহার হিসেবে পাঠিয়েছিলেন এবং উনি এটা উনার বাঁ গোড়ালির গাঁটে বেঁধেছেন, আমি কেঁদেই ফেলি!”

আগামী শনিবার কাজানে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।