‘আধুনিক ফুটবলের পরাশক্তি ব্রাজিল’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2018 12:21 PM BdST Updated: 28 Jun 2018 12:21 PM BdST
শেষ ম্যাচ হেরে বিদায়, তবে প্রতিপক্ষ ব্রাজিল বলে নিয়তিটা মেনেই নিয়েছেন সার্বিয়া কোচ ম্লাদেন ক্রাস্তাইচ। স্বীকার করে নিয়েছেন ‘আধুনিক ফুটবলের পরাশক্তি’ ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধান অনেক।
বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে রাশিয়ার আসর থেকে ছিটকে যায় সার্বিয়া। নকআউট পর্বে উঠতে হলে জিততে হতো সার্বিয়াকে। কিন্তু পাউলিনিয়ো ও চিয়াগো সিলভার গোলে সে আশা গুঁড়িয়ে যায়। ম্যাচ শেষে ব্রাজিলের সঙ্গে সার্বিয়ার ব্যবধান তুলে ধরেন ক্রাস্তাইচ।
“ব্রাজিলের গোল করার মুহূর্তটি ছাড়া প্রথমার্ধে আমরা এগিয়ে ছিলাম। এ মুহূর্তগুলোতেই খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যটা বেরিয়ে আসে।”
“আমরা একটা আধুনিক ফুটবলের পরাশক্তির বিপক্ষে জয়ের জন্য নেমেছিলাম এবং আমরা সেটা পারিনি। তবে আমি আমাদের খেলোয়াড়দের তাদের সাহসী প্রচেষ্টা, সার্বিয়ার ব্যাজ এবং জার্সির প্রতি তাদের মনোভাবের জন্য অভিনন্দন জানাই।”
“আমরা ওপরে উঠে খেলেছি এবং দ্বিতীয়ার্ধে ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তিদের বিপক্ষে এমন একটি ম্যাচ খেলা খুবই কঠিন।”

ম্যাচের ৬৮তম মিনিটে নেইমারের কর্নারে সিলভা ব্যবধান দ্বিগুণ করার আগ মুহূর্তে ব্রাজিলকে ভীষণ চাপে রেখেছিল সার্বিয়া। কিন্তু ওই গোলের পর সার্বিয়াকে কোণঠাসা করে ফেলে তিতের দল। ক্রাস্তাইচ ব্রাজিলের রক্ষণের প্রশংসাও করেছেন।
“যখন আপনি রক্ষণ সামলাবেন, আপনাকে শৃঙ্খল হতে হবে। এবং এটা শুধু দেখিয়েছে আসলেই ব্রাজিল কতটা শক্তিশালী।”
গত অক্টোবরে দায়িত্ব পাওয়া ম্লাদেনের অধীনে রাশিয়ার আসরে খেলতে আসা সার্বিয়া গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে হেরেছে; একটিতে জিতেছে। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে থেকে ছিটকে গেছে। তবে কোচের দাবি, দল তাদের সবটুকুই দিয়েছে।
“ছেলেরা তাদের সবটুকু দিয়েছিল। আট বছর বড় টুর্নামেন্টে খেলতে না পারার পর বিশ্বকাপে এসে আমরা আমাদের সত্যিকারের জাতটা দেখাতে চেয়েছিলাম। আমাদের পারফরম্যান্সে আমরা তৃপ্ত হতে পারি।”
“আমরা জানি ব্রাজিল কঠিন প্রতিপক্ষ ছিল। যা হয়েছে, হয়ে গেছে। আমরা ২-০ গোলে হেরেছি। এটাই জীবন।”
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের