নাইজেরিয়ার বিপক্ষে গোল করবেন, জানতেন রোহো!

নাইজেরিয়ার বিপক্ষে শেষ দিকে তার করা গোলেই বিশ্বকাপে টিকে আছে আর্জেন্টিনা। মার্কোস রোহোর দাবি, আগেই অনুমান করতে পেরেছিলেন গোল করবেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 02:19 PM
Updated : 27 June 2018, 02:19 PM

সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে মঙ্গলবার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। 

ম্যাচ শুরুর চতুর্দশ মিনিটে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি গোলে নাইজেরিয়াকে সমতায় ফেরান ভিক্টর মোজেজ। ৮৬ তম মিনিটে রোহোর গোলে জয় নিশ্চিত হয় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যানচেস্টার ইউনাইটেডে হয়ে ২০১৭-১৮ মৌসুমে খুব বেশি সুযোগ না পাওয়া রোহোর আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে। তবে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর তার দলে থাকা যৌক্তিক বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

নিজের গোল নিয়ে রোহো বলেন, “আমি তাদের বলেছিলাম, আমি এভার (বানেগা) ও নিকোলাস ওতামেন্দিকে বলেছিলাম যে আমি গোল করব। এটা আমি আমার পরিবারকে উত্সর্গ করলাম। খারাপ সময়ে তারা আমাকে সমর্থন দিয়েছিল। অন্য যে কারো চেয়ে এইসব খেলোয়াড়দের এটা বেশি প্রাপ্য। এটা কেবল শুরু।”