হৃদয় দিয়ে খেলেছে মেসিরা: সাম্পাওলি

নাইজেরিয়াকে হারিয়ে সব অনিশ্চয়তা দূরে ঠেলে দল বিশ্বকাপের শেষ ষোলোর টিকেট পাওয়ায় উচ্ছ্বসিত আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। দলের সবার প্রশংসায় পঞ্চমুখ কোচ জানালেন, ম্যাচটিতে তার শিষ্যরা হৃদয় দিয়ে খেলেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 11:21 PM
Updated : 26 June 2018, 11:34 PM

সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে মঙ্গলবার নাইজেরিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। 'ডি' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচ শুরুর চতুর্দশ মিনিটেই দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি গোলে নাইজেরিয়াকে সমতায় ফেরান ভিক্টর মোজেজ। আর ৮৬ তম মিনিটে মার্কোস রোহোর দারুণ এক গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

ম্যাচ শেষে সাম্পাওলি বলেন, "আমার খেলোয়াড়রা হৃদয় দিয়ে খেলেছে। তারা সত্যিকারের যোদ্ধা। খেলোয়াড়রা জানতো, তারা অসাধারণ খেলোয়াড়। তাদের এই বিশ্বাস থেকেই জয়টা এসেছে।"

"আমার খেলোয়াড়রা এমন একটা জয় পেয়েছে যা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা দারুণ একটি সুযোগ।"

শেষ ষোলোয় আগামী শনিবার কাজান অ্যারেনায় 'সি' গ্রুপ সেরা ফ্রান্সের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।