ব্রাজিলের বিপক্ষে ‘নির্ভিক’ সার্বিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2018 03:46 AM BdST Updated: 27 Jun 2018 10:33 PM BdST
ব্রাজিলের বিপক্ষে নির্ভয়ে খেলবে সার্বিয়া। দলটির কোচ ম্লাদেন ক্রাস্তাইচ মনে করছেন পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের হারানোর কিছু নেই। ম্যাচটিকে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে দেখছেন দলটির ডিফেন্ডার আলেক্সান্দার কোলারভ।
বুধবার মস্কোয় বাংলাদেশ সময় রাত ১২টায় 'ই' গ্রুপে শীর্ষে থাকা ব্রাজিলের মুখোমুখি হবে তৃতীয় স্থানের সার্বিয়া। একই সময়ে গ্রুপের অপর ম্যাচে নিজনি নভগোরোদে দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের প্রতিপক্ষ তলানির কোস্টা রিকা।
কোস্টা রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা সার্বিয়া গত শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষ সময়ে সুইজারল্যান্ডের কাছে হারে। শেষ ষোলোয় যেতে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে হবে সার্বিয়ার। ড্র করলেও সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে পক্ষে যেতে হবে জটিল কিছু সমীকরণ।
সে সবের জন্য অপেক্ষা না করে জিতেই নকআউট পর্বে যেতে চান কোলারভ।
“আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার ক্যারিয়ারের ফাইনাল। আমার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি এটাকে এভাবেই মোকাবেলা করবো।”
“খেলোয়াড়রা জানে এটা কেমন গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো আমরা বিশ্বকাপে আছি, আমরা জানি এটা একটা বৈশ্বিক মঞ্চ। আর হয়তো জীবনে একবারই দ্যুতি ছড়ানোর সুযোগ আসে।”
“যখন আপনি একটি দলের বিপক্ষে খেলবেন তখন বিশ্বের সেরাটাই খেলতে চাইবেন। সেরার সঙ্গে আপনার সক্ষমতার প্রকৃত পরীক্ষাটা দিতে হবে। আমি নিশ্চিত, আমরা এটার জন্য প্রস্তুত হবো এবং মুহূর্তটা উপভোগ করবো।"

“আগামীকাল (বুধবার) আমাদের হারানোর কিছু নেই। হয়তো আমরা ম্যাচটা হেরে যেতে পারি। তবে ৯০ মিনিট আমরা আমাদের সবটুকু দিতে প্রস্তুত না থাকলে আমাদের হেরেই যেতে হবে। আপনি হয়তো হেরে যেতে পারেন। তবে আপনি অবশ্যই আপনার দায়িত্ব এড়াতে পারবেন না।”
“ব্রাজিলের বিপক্ষে খেলায় আমাদের কোনো ভয় নেই। তবে আমাদের ধৈর্যশীল, সুশৃঙ্খল হতে হবে এবং দল হয়ে খেলতে হবে। মাঠে যাই ঘটুক এটা অন্য বিষয়। আমাদেরকে সার্বিয়ান জাতি ও সমর্থকদের সন্তুষ্ট করতে হবে।"
“আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের সবটুকু দিলে অপদস্ত হবো না। তবে সবটুকু না দিলে অপদস্ত হতে হবে। এই ম্যাচে আমাদের খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গী ভয়ডরহীন। কারণ তারা প্রস্তুত।"
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২)
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের