বিশ্বকাপের নকআউট পর্বে নতুন বল

বিশ্বকাপের গ্রুপ পর্বের সাদা-কালো প্যানেলের টেলস্টার ১৮ বলের পরিবর্তন আসছে নকআউট পর্বে। কালো রঙের পরিবর্তে নতুন বলে দেখা যাবে উজ্জ্বল লাল রঙ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 05:48 PM
Updated : 26 June 2018, 05:48 PM

নক আউট পর্বের জন্য এই বল উন্মোচন করেছে বিশ্বকাপ ফুটবলের বল তৈরির দায়িত্বে থাকা জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাস। নতুন বলের নাম দেওয়া হয়েছে টেলস্টার মেচটা। এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ব্রাজুকা, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জাবুলানির মতো একটি নির্দিষ্ট ডিজাইনের বলে খেলা হয়েছে। এবারে সেই ঐতিহ্য ভেঙ্গে নকআউট পর্বের জন্য আলাদা বল এনেছে অ্যাডিডাস।

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের ব্যবহার করা টেলস্টার বলের আদলে রাশিয়া বিশ্বকাপের টেলস্টার-১৮ বল তৈরি করে অ্যাডিডাস। অনেক খেলোয়াড় এটির প্রশংসা করলেও, শুরু থেকেই গোলরক্ষকদের সমালোচনায় পড়ে টেলস্টার-১৮।

৩০ জুন শেষ ষোলোর ম্যাচ দিয়ে অভিষেক হবে টেলস্টার মেচটার।