গ্রুপ সেরা ফ্রান্স, ড্র করে নকআউট পর্বে ডেনমার্ক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2018 09:56 PM BdST Updated: 26 Jun 2018 10:44 PM BdST
আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়া ফ্রান্স খেলল প্রথম পছন্দের ছয়জনকে ছাড়া। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষ একটি পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত-সেই লক্ষ্যে ডেনমার্ক খেলল নিরাপদ ফুটবল। তাতে হল এবারের আসরের প্রথম গোলশূন্য ড্র।
Related Stories
মস্কোয় মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে গোলের তেমন কোনো ভালো সুযোগ পায়নি কোনো দলই। দুই জয়ের পর এই ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ফ্রান্স। এক জয় আর দুই ড্রয়ে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে ডেনমার্ক।
আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া পেরুর কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। জিতলেও অবশ্য লাভ হতো না ডেনমার্ক ১ পয়েন্ট পেয়ে যাওয়ায়।
লুজনিকি স্টেডিয়ামে প্রথমার্ধে লক্ষ্য কোনো শট রাখতে পারেনি ডেনমার্ক। বেঞ্চের ছয় জনকে নিয়ে খেলা ফ্রান্সকে চাপে রাখতে পারেনি তারা।
২৯তম মিনিটে খেলার ধারার বিপরীতে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ এসে যায় ক্রিস্টিয়ান এরিকসেনের সামনে। পিছন পিছন ছুটে আসা ডিফেন্ডার লুকা এরনঁদেজ চাপে রাখেন তাকে। গোলরক্ষক স্তিভ মাঁদাঁদা এগিয়ে ঝাঁপিয়ে বিপদ থেকে বাঁচান দলকে।
দিদিয়ের দেশমের শিষ্যরা পায়ে বল রাখে বেশিরভাগ সময়। আক্রমণও করে বেশি। গোলের জন্য শটও নেয় বেশি। তবে গোলের জন্য ভালো সুযোগ খুব একটা তৈরি করতে পারেননি অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলারা।
৩৯তম মিনিটে ফাঁকায় দাঁড়ানো গ্রিজমানের সামনে সুযোগ ছিল দলকে এগিয়ে নেওয়ার। তবে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে দলকে হতাশ করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।
খেলার গতি বাড়েনি দ্বিতীয়ার্ধে। দুই দলেরই মনোযোগ ছিল নিজেদের জাল অক্ষত রাখার দিকে। বেশির ভাগ সময়েই খেলা হয় মাঝমাঠে।
৫৪তম মিনিটে এরিকসেনের ফ্রি-কিক ফস্কে যায় মাঁদাঁদার হাত থেকে। প্রতিপক্ষের কেউ সুযোগ নেওয়ার আগেই বল নিয়ন্ত্রণে নেন এই গোলরক্ষক।
৭৮তম মিনিটে দেম্বেলের জায়গায় নামেন কিলিয়ান এমবাপে। তাতেও বাড়েনি ফ্রান্সের আক্রমণের ধার। দুই দলই যেন সময়টা কাটিয়ে দেওয়ার দিকে মনোযোগী ছিল। শেষের দিকে দুই দলই শুনেছে দুয়ো।
আগামী শনিবার ‘ডি’ গ্রুপ রানার্সআপ দলের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে খেলবে ফ্রান্স। পরদিন ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ডেনমার্ক।
সি | ম্যাচ | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল | গোল পার্থক্য | পয়েন্ট | |
ফ্রান্স | ৩ | ২ | ১ | ০ | ৩ | ১ | ২ | ৭ | |
ডেনমার্ক | ৩ | ১ | ২ | ০ | ২ | ১ | ১ | ৫ | |
পেরু | ৩ | ১ | ০ | ২ | ২ | ২ | ০ | ৩ | |
অস্ট্রেলিয়া | ৩ | ০ | ১ | ২ | ২ | ৫ | -৩ | ১ |
-
রোলা গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ