দুঃসময়ে আর্জেন্টাইনদের পাশে চান মাসচেরানো

আর্জেন্টিনা দলে বিভাজন নেই এবং সবাই ঐক্যবদ্ধ আছে দাবি করে দুঃসময়ে আর্জেন্টাইন সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন হাভিয়ের মাসচেরানো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2018, 07:16 AM
Updated : 26 June 2018, 11:00 AM

সেন্ত পিতার্সবুর্গে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে হলে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে মেসি-মাসচেরানোদের। সেই সঙ্গে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের ফলের দিকে।

এমনিতেই আর্জেন্টিনা আছে বিপাকে। তার ওপর দলের মধ্যে বিভেদ নিয়ে চারদিকে ওঠা গুঞ্জনে ক্ষুব্ধ মাসচেরানো সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন ইনস্টাগ্রামের মাধ্যমে। ৪ কোটি ৪০ লাখ আর্জেন্টাইনকেও নাইজেরিয়া ম্যাচে পাশে থাকার আহ্বানও জানান তিনি।

“আমি কেবল বলতে চাই, যে জার্সির প্রতিনিধিত্ব করি সেটা আপনাদের বানানো কথার চেয়ে অনেক বড়।”

“আমি আশা করি, এখানে আগামীকাল আর্জেন্টিনার জন্য শুধু দলের ২৩ জন খেলোয়াড় বা ৫০ জনের বেশি সদস্যের পুরো দল (কোচিং স্টাফ কর্মকর্তাসহ) থাকবে না। আমি প্রার্থনা করি যে ৪৪ মিলিয়ন আর্জেন্টাইনের সমর্থন আমরা পাব এবং সবাই একই পোস্টে (নাইজেরিয়ার পোস্টে) শট নিবে।”