'চাপে থাকা' ব্রাজিলকে ছিটকে দিতে চায় সার্বিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2018 04:35 AM BdST Updated: 26 Jun 2018 05:24 PM BdST
ব্যর্থ হওয়ার ভয় ব্রাজিলের উপর চাপ ফেলবে বলে বিশ্বাস আলেক্সান্দার মিত্রোভিচের। আর তা সার্বিয়ার বিশ্বকাপের নক-আউট পর্বে ওঠার পথ তৈরিতে কাজে দেবে বলে মনে করেন দলটির এই ফরোয়ার্ড।
মস্কোয় বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় 'ই' গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিলের মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা সার্বিয়া। একই সময়ে গ্রুপের অপর ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের প্রতিপক্ষ তলানির কোস্টা রিকা।
গ্রুপ পর্ব থেকে ব্রাজিল ছিটকে যাবে-এমনটা অনেকেরই ভাবনার বাইরে। তবে সেলেসাওদের বিপক্ষে সার্বিয়া জিতলে এবং অপর ম্যাচে কোস্টা রিকার সঙ্গে সুইজারল্যান্ড ড্র করলে সেটা সম্ভব।
আর তা হলে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। তিতের দলের এই স্নায়ুচাপকেই কাজে লাগানোর পরিকল্পনা মিত্রোভিচের।
"আমার মনে হয়, ব্রাজিলের উপর অনেক চাপ থাকবে। কারণ এই ধরনের পরিস্থিতির সঙ্গে তারা অভ্যস্ত নয়। প্রথম রাউন্ডে তারা বাদ পড়ে যেতে পারে; অন্যদিকে, আমাদের হারানোর কিছু নেই।"
"আমি মনে করি, যতক্ষণ আমরা ম্যাচে থাকব ততক্ষণই এটা আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। আমাদের স্মার্ট হতে হবে, নিজেদের সেরাটা দিতে হবে। সঙ্গে কিছুটা ভাগ্য ও সৃষ্টিকর্তার সাহায্য থাকলে আমরা জিততে পারব।"
কোস্টা রিকার বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করা সার্বিয়া গত শুক্রবার সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায়। তবে দলের পারফরম্যান্স ও চেষ্টায় খুশি মিত্রোভিচ।
"এখানে ফেভারিটদের পথ চলাটা সহজ হচ্ছে না। উদাহরণ- ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার হার। কোস্টা রিকা ও সুইজারল্যান্ড দেখিয়েছে যে, তারা ব্রাজিলের সঙ্গে খেলতে পারে। আমি আত্মবিশ্বাসী, আমরা তাদের বিদায় করে দিব।"
-
আরও একবার উইম্বলডন খেলার আশায় ফেদেরার
-
৬ মাস পেছাল আফ্রিকান নেশন্স কাপ
-
'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'
-
এমবাপেকে আমরা শূলে চড়াতে পারি না: মদ্রিচ
-
৮ গোলের ম্যাচে শেখ রাসেলের জয়
-
উদ্দ্বীপ্ত সাইফ স্পোর্টিংয়ে ধরাশায়ী আবাহনী
-
ওতাবেকের জোড়া গোলে জয়ে ফিরল শেখ জামাল
-
‘ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সার’
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে