বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড এল-হাদারির

বিশ্বকাপে মিশরের প্রথম দুই ম্যাচে দলে জায়গা পাননি অভিজ্ঞ গোলরক্ষক এসাম এল-হাদারি। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমে গড়লেন সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2018, 02:40 PM
Updated : 25 June 2018, 02:40 PM

ক্যারিয়ারে পাঁচ বার বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছেন হাদারি। অবশেষে মূল মঞ্চে খেলার অপেক্ষা ফুরোলো তার। ভলগোগ্রাদে সোমবার সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ অভিষেকেই রেকর্ডটি গড়লেন তিনি। ম্যাচটি খেলতে নামার দিন তার বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন।

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার আগের রেকর্ডটি ছিল কলম্বিয়ার ফারিদ মন্দ্রাগনের দখলে। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়ার শেষ ম্যাচে জাপানের বিপক্ষে বদলি হিসেবে নেমে রেকর্ডটি গড়েন ৪৩ বছর তিন দিন বয়সী মন্দ্রাগন।

মজার বিষয় চলতি আসরে তিনজন কোচ রয়েছেন যারা বয়সে হাদারির চেয়ে ছোট। তারা হলেন- সেনেগালের আলিয়ু সিসে, সার্বিয়ার ম্লাদেন ক্রাস্তাইচ ও বেলজিয়ামের রবের্তো মার্তিনেস।