কঠিন সমীকরণে স্পেন-পর্তুগাল-ইরান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2018 11:04 PM BdST Updated: 25 Jun 2018 10:26 PM BdST
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের আগে ‘বি’ গ্রুপের সমীকরণ হয়ে পড়েছে অনেক জটিল। শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনায় আছে পর্তুগাল, স্পেন আর ইরান। গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারে যে কোনো দল।
গ্রুপ বি:
বি | ম্যাচ | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল | গোল পার্থক্য | পয়েন্ট | |
স্পেন | ২ | ১ | ১ | ০ | ৪ | ৩ | ১ | ৪ | |
পর্তুগাল | ২ | ১ | ১ | ০ | ৪ | ৩ | ১ | ৪ | |
ইরান | ২ | ১ | ০ | ১ | ১ | ১ | ০ | ৩ | |
মরক্কো | ২ | ০ | ০ | ২ | ০ | ২ | -২ | ০ |
পর্তুগাল-ইরান
স্পেন-মরক্কো
পর্তুগাল: ইরানের সঙ্গে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত পর্তুগালের। হারলেও সুযোগ থাকবে; তবে সেক্ষেত্রে মরক্কোর কাছে তুলনামূলক বড় ব্যবধানে হারতে হবে স্পেনকে অথবা সমান ব্যবধানে হারলেও স্পেনের চেয়ে বেশি গোল করতে হবে। উদাহরণ হিসেবে, স্পেন ১-০ গোলে হারলে পর্তুগাল যদি ২-১ গোলে হারে তবে পয়েন্ট, গোলপার্থক্য সমান হলেও বেশি গোল করায় পর্তুগাল এগিয়ে থাকবে।
স্পেন: মরক্কোর সঙ্গে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হবে স্পেনের। অন্য ম্যাচে পর্তুগাল জিতলে হেরেও পরের রাউন্ডে যাবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। স্পেনের পাশাপাশি পর্তুগাল হারলেও পরের ধাপে উঠতে পারবে স্পেন যদি ১. ইরানের কাছে তাদের চেয়ে তুলনামূলক বড় ব্যবধানে হারে পর্তুগাল অথবা ২. দুই দলের হারের ব্যবধান সমান হলে পর্তুগালের চেয়ে স্পেন বেশি গোল করলে। আবার স্পেন ১ গোলের ব্যবধানে হারলেও ও পর্তুগাল-ইরান ম্যাচ ড্র হলে স্পেন ইরানের চেয়ে এগিয়ে থেকে শেষ ষোলোতে যাবে যদি ইরানের মোট গোল তাদের চেয়ে বেশি না হয়। উদাহরণ হিসেবে, স্পেন ১-০ গোলে হারলে ইরান-পর্তুগাল ৩-৩ গোল পর্যন্ত ড্র হলেও স্পেন শেষ ষোলোতে উঠবে কারণ তখন স্পেন আর ইরানের পয়েন্ট, গোল পার্থক্য, গোল দেওয়া সমান হয়ে যাবে কিন্তু দুই দলের মধ্যে ম্যাচে স্পেন জেতায় তারা এগিয়ে থাকবে। কিন্তু স্পেন ১-০ গোলে হারলে ইরান ৪-৪ গোলে ড্র করলে তখন বেশি গোল দেওয়াতে ইরান এগিয়ে থাকবে।
ইরান: ইরানকে নকআউট পর্ব নিশ্চিত করতে হলে অবশ্যই পর্তুগালকে হারাতে হবে। ড্র করলেও সম্ভাবনা থাকবে তবে সেক্ষেত্রে ১. স্পেনকে মরক্কোর কাছে হারতে হবে কমপক্ষে দুই গোলের ব্যবধানে অথবা ২. স্পেন ১ গোলের ব্যবধানে হারলেও সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে ইরানের ড্রটা হতে হবে বড় স্কোরে। উদাহরণ হিসেবে স্পেন ১-০ গোলে হারলে ইরান যদি ৪-৪ গোলে ড্র করে তখন দুই দলের পয়েন্ট, গোল ব্যবধান সমান হলেও বেশি গোল করায় এগিযে যাবে ইরান।
পর্তুগাল-স্পেন: স্পেন ও পর্তুগাল উভয়ই যদি জয় পায় তাহলে তুলনামূলক বড় জয় পাওয়া দলটি গ্রুপ সেরা হবে। আবার দুই দলই যদি হারে সেক্ষেত্রে তুলনামূলক বড় ব্যবধানে হারা দলটি বাদ পড়বে। দুই দলই যদি ড্র করে তবে তুলনামূলক বেশি গোল করে ড্র করা দলটি গ্রুপ চ্যাম্পিয়ন ও অন্যটি রানার্সআপ হবে।
# স্পেন ও পর্তুগাল দুই দলই একই স্কোরে জিতলে, ড্র করলে বা হারলে দুই দলের পয়েন্ট, গোল ব্যবধান, গোল করা, নিজেদের মধ্যে ম্যাচে পয়েন্ট -সব সমান হবে। সেক্ষেত্রে তাদের আলাদা করতে দেখা হবে ডিসিপ্লিনারি রেকর্ড (হলুদ কার্ড/লাল কার্ড)। সেটাও সমান হলে করা হবে লটারি। এখন পর্যন্ত পর্তুগাল পেয়েছে ২টি হলুদ কার্ড, স্পেন দেখেছে ১টি।
# আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে মরক্কোর।
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
-
সেরি আয় প্রথম নারী রেফারি
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- মুকুল বোস মারা গেছেন
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম