রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ সার্বিয়ার

সুইজারল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচে রেফারি ফেলিক্স বিচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে অভিযোগ করেছে সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 11:57 AM
Updated : 24 June 2018, 11:57 AM

গত শুক্রবার রাশিয়া বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হারে সার্বিয়া। এই হারে সার্বিয়ার নকআউট পর্বে ওঠা ঝুঁকির মধ্যে পড়ে গেছে।

ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে যাওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়েছে সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

“আমরা সাতটি ভিডিও রেকর্ডিং জমা দিয়েছি, যেগুলোতে আমাদের জাতীয় দলের বিপক্ষে ব্রিচের সিদ্ধান্ত দেওয়ার ঝোক পরিষ্কার বোঝা যাচ্ছে।”

“হলুদ কার্ড দেওয়ার ক্ষেত্রে ব্রিচের দ্বৈত নীতি ফুটেজে প্রকাশ পাচ্ছে। আমাদের মূল খেলোয়াড়দের ক্ষেত্রে তিনি দ্রুত কার্ড দিচ্ছিলেন, সেখানে একই পরিস্থিতিতে আমাদের প্রতিপক্ষের বেলায় তিনি একই কাজটি করেননি।”

সার্বিয়ার অভিযোগগুলোর মধ্যে প্রধান অভিযোগ দ্বিতীয়ার্ধে ম্যাচ ১-১ সমতায় থাকার সময় আলেক্সান্দার মিত্রোভিচ ফাউলের শিকার হলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। ওই ঘটনায় রেফারি ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) পদ্ধতির ব্যবহারও করেননি।

জেরদান সাচিরির শেষ সময়ের গোলে হেরে যাওয়া সার্বিয়ার সামনে শেষ ম্যাচের প্রতিপক্ষ ব্রাজিল। গ্রুপ পার হওয়া নিশ্চিত করতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে হারানোর কঠিন কাজটি করতে হবে তাদেরকে।

অবশ্য ব্রাজিলের সঙ্গে ড্র করলেও সার্বিয়ার নকআউট পর্বে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে কোস্টা রিকার কাছে সুইজারল্যান্ডকে ১ গোলের বেশি ব্যবধানে হারতে হবে।

“সবচেয়ে পরিষ্কার বাজে সিদ্ধান্ত ছিল ১-১ স্কোরলাইনের সময় মিত্রোভিচ ফাউলের শিকার হলেও সার্বিয়াকে পেনাল্টি না দেওয়া। ওই স্পট কিক পেলে ম্যাচ আমাদের দিকে ঘুরে যেতে পারত।”

“কেবল ব্রিচ ছাড়া সারা বিশ্ব পেনাল্টিটা দেওয়া উচিত ছিল দেখল এবং এটা ভিএআরের বিশ্লেষণে যাওয়া উচিত ছিল।”

“ভিএআর বেছে বেছে ব্যবহার করা হচ্ছে কিনা সেই প্রশ্ন যৌক্তিক কারণেই উঠে।”