২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের সঙ্গে ইনিয়েস্তাদের মিল পাচ্ছেন কোচ

স্পেনের বর্তমান দলটির সঙ্গে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলের মিল খুঁজে পাচ্ছেন কোচ ফের্নান্দো ইয়েররো। একাদশে সুযোগ পাওয়া নিয়ে খেলোয়াড়দের প্রতিযোগিতা উপভোগ করেন বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 09:41 AM
Updated : 24 June 2018, 11:22 AM

পর্তুগালের সঙ্গে ৩-৩ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা স্পেন নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হারায় ইরানকে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।

বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে কোচ হুলেন লোপেতেগি বরখাস্ত হলে কিছুটা শঙ্কায় পড়েছিল স্পেন। এখন দলের অবস্থা দারুণ বলে এক রেডিও সাক্ষাৎকারে জানান ইয়েররো।

“এটা একই রকম একটা দল। আমাদের ব্যাকআপ দলের খেলোয়াড়রা প্রতিদিন একাদশে জায়গার জন্য চাপ দিচ্ছে। একদল সতীর্থ প্রতিদিন আপনার সামর্থ্যের সর্বোচ্চটা করার জন্য ঠেলছে -এটাই শিথিলতা এড়ানোর একমাত্র উপায়।”

“আমাদের সেসার আসপিলিকুয়েতা, নাচো মনরিয়াল, সাউল নিগেস, কোকে, আলভারো ওদ্রিওসোলা, ইয়াগো আসপাস, রদ্রিগো ও তিয়াগো আলকান্তারার মতো খেলোয়াড় আছে। তারা অন্যদের বিশ্রামের সুযোগ দেয় না।”

“তাদের অনুশীলন দেখাটা চমৎকার এবং তারা যে কোনো মুহূর্তে গুরুত্বপুর্ণ হতে পারে।”

কালিনিনগ্রাদে সোমবার বাংলাদেশ সময় রাত ১২টায় মরক্কোর বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে স্পেন।