ক্রুসের গোলের জন্য হুমকির শিকার দুরমাস

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জিমি দুরমাস ফাউল করার কারণে ফ্রি-কিক পেয়েছিল জার্মানি। সেই ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করে জার্মানিকে জয় এনে দেন টনি ক্রুস। ওই ফাউলের কারণে সুইডিশ সমর্থকরা শূলে চড়াচ্ছে দুরমাসকে। জাতিগত বৈষম্যমূলক আচরণ করার পাশাপাশি সঙ্গে তাকে হুমকিও দিচ্ছে কেউ কেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 09:36 AM
Updated : 24 June 2018, 09:36 AM

সোচির ফিশৎ স্টেডিয়ামে শনিবার পিছিয়ে পড়ার পর সুইডেনকে ২-১ গোলে হারায় জার্মানি। মার্কো রয়োস সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বুদ্ধিদ্বীপ্ত ফ্রি কিকে দলের জয় নিশ্চিত করেন ক্রুস। টিমো ভের্নারকে বদলি হিসেবে নামা দুরমাস ফাউল করলে ফ্রি কিকটি পেয়েছিল জার্মানি।

ক্রুসের শট জালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে দুরমাসের ওপর ঝাঁপিয়ে পড়ে কিছ সুইডিশ সমর্থক। তুর্কি বংশোদ্ভূত ২৯ বছর বয়সী মিডফিল্ডারকে সমালোচনা করে পোস্ট দিতে শুরু করেন তারা।

সমালোচনার শিকার হওয়া দুরমাসের পাশে দাড়িয়েছেন জাতীয় দল সতীর্থ জন গিদেত্তি।

“ম্যাচে সে দৌড়েছিল এবং লড়াই করেছিল। এটা দুর্ভাগ্যজনক। ওই ঘটনার জন্য তাকে ঘৃণার লক্ষ্য বানানো পুরোপুরি মূর্খতা।”

সমালোচনা পাত্তা দিচ্ছেন না দুরমাসও, “এটা নিয়ে আমি একটুও বিরক্ত নই। আমি গর্বিত এবং আমার দেশকে প্রতিনিধিত্ব করছি।”

আগামী বুধবার একাতেরিনবুর্গে মেক্সিকোর বিপক্ষে খেলবে সুইডেন।