মেসির কেন সমালোচনা, বুঝছেন না আলবা

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সমালোচনার কারণ বুঝতে পারছেন তার বার্সেলোনা সতীর্থ স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 08:53 AM
Updated : 24 June 2018, 08:53 AM

‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে উড়ে যায়। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর ক্রোয়েশিয়ার বিপক্ষেও আলো ছড়াতে না পারায় দারুণ সমালোচনার মধ্যে আছেন মেসি।

দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের তলানিতে রয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলে হয়তো আইসল্যান্ড ও নাইজেরিয়াকে টপকে শেষ ষোলোয় পা রাখতে পারবে তারা।

জাতীয় দলের হয়ে এখনো কোনো শিরোপা জয়ে ব্যর্থ মেসির পাশে দাঁড়াচ্ছেন আলবা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেন, “আমি এটা চিন্তা করতে পারছি না। সে সমালোচনার শিকার হচ্ছে এবং আমি এটা একদম বুঝতে পারছি না। তাকেসহ আর্জেন্টিনা তাকে ছাড়া অবস্থার চেয়ে অনেক বেশি ভালো। মেসি জাতীয় দলে থাকায় তাদের গর্বিত হওয়া উচিত।”

“সে অনন্য একজন খেলোয়াড় যে দুর্ভাগ্যজনকভাবে আর্জেন্টিনার হয়ে খেলা তিনটি ফাইনালের একটিও জিতেনি। ফাইনালে জয় সহজ নয়।”

“জাতীয় দলের জন্য সে যা করেছে সেজন্য আপনাদের প্রশংসা করাই উচিত হবে।”