জাকা-সাচিরির গোল উদযাপন নিয়ে তদন্তে ফিফা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2018 02:24 PM BdST Updated: 24 Jun 2018 02:24 PM BdST
সার্বিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডকে জেতানো গ্রানিত জাকা ও জেরদান সাচিরির গোল উদযাপন নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
দুই খেলোয়াড়ই জাতিগতভাবে কসোভোর আলবেনিয়ান। কসোভোয় আলবেনিয়ান জনগোষ্ঠীর উপর সার্বিয়ার হামলার সমাপ্তি ঘটে ১৯৯৯ সালে ন্যাটোর সামরিক হস্তক্ষেপে।
সার্বিয়ার বিপক্ষে গোল উদযাপনে জাকা ও সাচিরি আলবেনিয়ান পতাকায় থাকা দুই মাথাওয়ালা ঈগল বুঝিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুজনকেই দুয়ো দিয়েছিল সার্বিয়ার সমর্থকরা।
জাকা ও সাচিরির বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটির তদন্ত শুরুর কথা এক বিবৃতিতে জানায় ফিফা। সংস্থাটি সার্বিয়া সমর্থকরা উপদ্রব করায় এবং তারা রাজনৈতিক ও আগ্রাসী বার্তা দেখানোয় সার্বিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে।
ম্যাচ পরবর্তী বিবৃতির জন্য সার্বিয়ার কোচ ম্লাদেন ক্রাস্তাইচের বিপক্ষেও প্রাথমিক তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সার্বিয়ার সাংবাদিকদেরকে শনিবার ম্যাচ রেফারি ফেলিক্স ব্রিচকে নিয়ে কোচ বলেন, “আমি তাকে হলুদকার্ডও দিতাম না, লালকার্ডও দিতাম না। আমি তাকে দা হেগে (আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ বিষয়ক ট্রাইবুনাল) পাঠাতাম। যাতে তারা তার বিচার করতে পারে, যেটা তারা আমাদের সঙ্গে করেছিল।”
সার্বিয়াকে ২-১ গোলে হারানো ম্যাচের পর বসনিয়াতে জন্ম নেওয়া সুইজারল্যান্ডের কোচ ভ্লাদিমির পেতকোভিচকে উদযাপন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনাদের কখনই উচিত নয় ফুটবল এবং রাজনীতি মেশানো। সমর্থক হওয়াটা এবং শ্রদ্ধা করাটা গুরুত্বপূর্ণ।”
জাকার পিতা যুগোস্লাভিয়ায় রাজনৈতিক বন্দী হিসেবে কাটিয়েছেন সাড়ে তিন বছর। সাবেক যুগোস্লাভিয়ায় জন্ম নেওয়া সাচিরি শৈশবে সুইজারল্যান্ডে চলে আসেন। তার বুটে কসোভোর পতাকা সেলাই করা আছে।
উদযাপন নিয়ে সাচিরি বলেন, “এটা শুধু আবেগ। গোল করে আমি ভীষণ খুশি। এর বেশি কিছু নয়। আমি মনে করি না, এটা নিয়ে এখন কথা বলতে হবে।”
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- ওশাদা-করুনারত্নের আত্মবিশ্বাসী শুরু