পেনাল্টির বিশ্বকাপ?

বিশ্বকাপ শেষ হতে এখনও ঢের বাকি; কিন্তু এরই মধ্যে পেনাল্টির সংখ্যায় ব্রাজিল বিশ্বকাপকে পেছনে ফেলেছে রাশিয়ার আসর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2018, 06:55 PM
Updated : 23 June 2018, 06:55 PM

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচে জাং হিয়ুন সুর হ্যান্ডবলে পেনাল্টি পায় মেক্সিকো। চলতি আসরে এটি ১৪তম স্পট কিকের সিদ্ধান্ত।

ব্রাজিল বিশ্বকাপে সব মিলিয়ে রেফারিরা দিয়েছিলেন ১৩টি পেনাল্টি।

১৯৬৬ সাল থেকে ক্রীড়া উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটা হিসাব রাখা শুরু করার পর থেকে সর্বোচ্চ ১৮টি পেনাল্টি হয়েছে ১৯৯০, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে।

বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যবহৃত ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কল্যাণে রেকর্ডটা ভেঙে যাওয়ার পথে।

রাশিয়ার আসরে দেওয়া ১৪টি পেনাল্টির মধ্যে ১১টি থেকে গোল হয়েছে। আর্জেন্টিনার লিওনেল মেসি, আইসল্যান্ডের গিলফি সিগুর্দসন ও পেরুর ক্রিস্তিয়ান কুয়েভা স্পট কিক থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন।

রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্তের মধ্যে এ পর্যন্ত বাতিল হয়েছে একটি। কোস্টা রিকার সঙ্গে ব্রাজিলের ম্যাচে নেইমারের পড়ে যাওয়ায় যে সিদ্ধান্তটি রেফারি দিয়েছিলেন, ভিডিও রিভিউ দেখে পরে সেটা বাতিল করেন তিনি।

ফ্রান্স, অস্ট্রেলিয়া, সুইডেন ও মিশর-এই চার দল ভিএআর প্রযুক্তির ব্যবহারের পর পেনাল্টি পেয়েছে।