‘নেইমারের মানের খেলোয়াড় কৌতিনিয়ো’

ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োকে নেইমারের মানের খেলোয়াড় বলে মনে করেন কোস্টা রিকার অধিনায়ক ব্রায়ান রুইস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2018, 09:51 AM
Updated : 23 June 2018, 09:11 PM

সেন্ত পিতার্সবুর্গে শুক্রবার রাশিয়া বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টা রিকাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে দলকে কৌতিনিয়ো এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দলের নেইমার।

বিশ্বকাপে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে পর পর দুই ম্যাচে আলো ছড়িয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার কৌতিনিয়ো। সুইজারল্যান্ডের বিপক্ষে দলের একমাত্র গোলটি করার পর কোস্টা রিকার বিপক্ষেও গোল করায় ব্রাজিল দলে তার গুরুত্ব তুলে ধরেছেন রুইস।

“আমি মনে করি তাদের দুজনেরই অনেক বেশি দক্ষতা আছে। নেইমার ও কৌতিনিয়ো যখন একই সঙ্গে একই ম্যাচে ভালো করে তা ব্রাজিলের জন্য একটা বড় পার্থক্য গড়ে দেয়। আমি মনে করি, তারা একই মানের।”

গত বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য দেখিয়ে শেষ আটে পৌঁছেছিল কোস্টা রিকা। এবারে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দলটির। তবে সেজন্য নিজেদের ব্যর্থতার চেয়ে ব্রাজিলের দক্ষতাকে বড় করে দেখালেন রুইস।

“ব্রাজিলের মান আছে, তাদের সেই মাপের খেলোয়াড় এবং অভিজ্ঞতাও আছে। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পরের পর্বে ওঠা এবং আমি মনে করি তারা এটা পারবে।”

“শেষ ষোলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে দক্ষতা আর অভিজ্ঞতা। আমি মনে করি ব্রাজিলের তা আছে।”