বিশ্বকাপে মারামারি করা সমর্থকদের বিতাড়িত করতে বলেছে আর্জেন্টিনা

ক্রোয়েশিয়া সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িত আর্জেন্টাইন সমর্থকদের আটক করে বিতাড়িত করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা। ঘটনার নিন্দা জানিয়েছে ফিফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2018, 08:40 AM
Updated : 23 June 2018, 11:54 AM

নিজনি নভগোগ্রাদে গত বৃহস্পতিবার আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে গ্যালারিতে দুই দলের কিছু সমর্থকদের মারামারি করার ভিডিও ফুটেজ প্রকাশ পায়।

রাশিয়া বিশ্বকাপের আয়োজক কমিটি জানায়, ম্যাচের পর সাত আর্জেন্টাইন সমর্থককে পুলিশ গ্রেপ্তার করে। ওই ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আর্জেন্টিনার নকআউট পর্বে ওঠা শঙ্কার মধ্যে পড়ে যায়।

আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভিডিও থেকে তারা চার আর্জেন্টাইন সমর্থককে সনাক্ত করেছে এবং রুশ কর্তৃপক্ষকে দ্রুত তাদের আটক করতে বলেছে যাতে তাদের আর্জেন্টিনায় ফেরত পাঠানো যায়।

এদিকে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনও জানিয়েছে, ভিডিও থেকে নিজেদের সমর্থকদের সম্পর্কে তথ্য পাওয়া নিয়ে কাজ করছে তারা। সমর্থকদের ওই মারামারির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিফাও।