চোটে পড়েছেন ব্রাজিল কোচ

খেলোয়াড়দের চোটে পড়া খুব নিয়মিত ঘটনা হলেও কোচদের ক্ষেত্রে তা বিরলই বটে। তবে রাশিয়া বিশ্বকাপে তা বলা যাচ্ছে না। ইংল্যান্ডের গ্যারেথ সাউথগেটের পর এবারে চোটে পড়েছেন ব্রাজিলের কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2018, 07:41 AM
Updated : 23 June 2018, 10:23 AM

কোস্টা রিকার বিপক্ষে যোগ করা সময়ে কৌতিনিয়ো গোল করলে, দৌড়ে উদযাপন করতে গিয়ে মাঠে যাওয়ার সময় পড়ে যান তিতে। তার পড়ে যাওয়ার ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ম্যাচের পর নিজের চোট নিয়ে তিতে বলেন, “মাংসপেশিতে টান লেগেছে, কিছু তন্তু ছিড়ে গেছে। আমি তাদের সঙ্গে উদযাপন করতে যাচ্ছিলাম। কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়েই আমাকে ফিরতে হলো।”

কোচের পড়ে যাওয়ার দায় কিছুটা গোলরক্ষক এদেরসন পেতে পারেন। উদযাপনের জন্য ডাগ আউট থেকে ছুটে যাওয়ার সময় তিতের ঠিক পেছনেই ছিলেন ম্যানচেস্টার সিটির এই ফুটবলার। তার হালকা ধাক্কাতেই পড়ে যান তিতে।

এর আগে ডান কাঁধের হাড় সরে যাওয়ায় হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে ইংলিশ কোচ সাউথগেটকে। দৌড়াতে গিয়ে চোটে পড়েন ৪৭ বছর বয়সী সাউথগেট।