পিছিয়ে পড়ে সুইজারল্যান্ডের দারুণ জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2018 01:54 AM BdST Updated: 23 Jun 2018 02:20 AM BdST
শুরুতেই পিছিয়ে পড়া দলকে পথ দেখালেন গ্রানিত জাকা ও জেরদান সাচিরি। তাদের দ্বিতীয়ার্ধের দুই গোলে সার্বিয়াকে হারাল সুইজারল্যান্ড। আসরে প্রথম দল হিসেবে পিছিয়ে পড়েও জিতল তারা।
কালিনিনগ্রাদে ‘ই’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে সুইজারল্যান্ড। শুরুতেই সার্বিয়াকে এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ। দ্বিতীয়ার্ধে জাকা সমতা ফেরানোর পর দলকে অসাধারণ এক জয় এনে দেন সাচিরি।
ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করা সুইজারল্যান্ড পেল প্রথম জয়। কোস্টা রিকাকে হারিয়ে অভিযান শুরু করা সার্বিয়া জিতলেই চলে যেত দ্বিতীয় রাউন্ডে। সুইজারল্যান্ডের কাছে হেরে পথটা অনেক কঠিন হয়ে গেল তাদের।
কালিনিনগ্রাদ স্টেডিয়ামে শুক্রবার চতুর্থ মিনিটে ম্যাচের প্রথম ভাল সুযোগ পায় সার্বিয়া। মিত্রোভিচের হেড ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সুইজারল্যান্ড গোলরক্ষক ইয়ান জমের।
পরের মিনিটে আর মিত্রোভিচকে ঠেকাতে পারেননি জমের। দুসান তাদিচের ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন সার্বিয়ার ফরোয়ার্ড।
এবারের আসরে এনিয়ে ২৬ ম্যাচের প্রতিটিতে অন্তত একটি গোল হল। স্পর্শ করল ১৯৫৪ আসরের সর্বোচ্চ টানা ২৬ ম্যাচে গোলের রেকর্ড।
৩১তম মিনিটে গোলের দারুণ সুযোগ আসে সুইজারল্যান্ডের সামনে। ব্লেরিম জেমাইলি ডি বক্সে খুঁজে পান ফাঁকায় দাড়ানো হারিস সেফেরোভিচকে। তবে দারুণ দক্ষতায় সেবার দলকে বাঁচান সার্বিয়ার গোলরক্ষক ভ্লাদিমির স্তয়কোভিচ।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ হাতছাড়া করেন দুশকো তোশিচ। অরক্ষিত এই ডিফেন্ডার খুব কাছ থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরুতে চমৎকার এক গোলে সমতা ফেরান জাকা। ৫৪তম মিনিটে সাচিরির শট এক ডিফেন্ডারের মুখে লেগে ফিরলে পেয়ে যান আর্সেনালের এই মিডফিল্ডার। ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে বল পাঠান জালে। ফেরানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।
চার মিনিট পর সাচিরির বাঁকানো শট বাইরে যায় পোস্টে লেগে। তবে ৯০তম মিনিটে আর হতাশ হতে হয়নি তাকে।
প্রতি আক্রমণ থেকে বল পেয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান স্টোক সিটির এই মিডফিল্ডার। সঙ্গে লেগে ছিলেন এক ডিফেন্ডার, এগিয়ে এসে থামানোর চেষ্টা করেছিলেন গোলরক্ষক। তবে কিছুতেই থামানো যায়নি সাচিরিকে।
আগামী বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে সার্বিয়া। একই সময়ে কোস্টা রিকার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
-
রিয়ালের কষ্টটা বুঝতে পারছেন এমবাপে
-
লিগে হেরে চ্যাম্পিয়ন্স লিগের আকাঙ্ক্ষা বেড়ে গেছে লিভারপুলের
-
এশিয়া কাপ হকি: ভালো শুরুর পর বড় হার বাংলাদেশের
-
স্বপ্নের মৌসুমে বেনজেমার হাতে ‘পিচিচি ট্রফি’
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
টিভিতে আজ
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- ধ্বংস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি