নেইমার একা ব্রাজিলের দায়িত্ব নিতে পারবে না: তিতে

নেইমারের ছোট কাঁধে খুব বেশি দায়িত্বের বোঝা না চাপাতে ব্রাজিল সমর্থকদের সতর্ক করে দিয়েছেন কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 07:02 PM
Updated : 22 June 2018, 08:40 PM

সেন্ত পিতার্সবুর্গে শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যোগ করা সময়ে ফিলিপে কৌতিনিয়ো ও নেইমারের গোলে কোস্টা রিকাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করায় এই ম্যাচে জয়টা খুব প্রয়োজন ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ম্যাচ শেষে কাঁদতে দেখা যায় নেইমারকে। তিতের মতে, অনেক বেশি চাপে থাকার কারণে হয়তো কেঁদেছিলেন দলের সেরা তারকা।

নেইমার প্রসঙ্গে ৫৭ বছর বয়সী কোচ বলেন, "ব্রাজিলের প্রতিনিধিত্ব করার আনন্দ, সন্তুষ্টি ও গৌরব অনেক। তার দায়িত্ববোধ...ও সাহস আছে এটা দেখানোর। আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে এটা দেখাই।"

নেইমারের উপর সমর্থকদের প্রত্যাশা নিয়ে তিতে বলেন, "চোটের কারণে সে সাড়ে তিন মাস মাঠের বাইরে ছিল। ম্যাচটির পুরোটা সময় সে খেলেছে। সে একটা মানুষ। পুনরায় সেরা রূপে ফিরতে তার সময় লাগবে। তবে তার আগে দলটাকে শক্তিশালী হতে হবে। তার উপর নির্ভরশীল হলে চলবে না।"

"সে কী তার সেরা অবস্থায় ফিরছে? হ্যাঁ, সে তার সেরাটায় ফিরবে।"