মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে হারাল নাইজেরিয়া

ক্রোয়েশিয়ার কাছে হারের পর থেকে টিকে থাকতে প্রাথর্নায় থাকা আর্জেন্টিনার জন্য সুখবর। ধুঁকতে থাকা দলটির জন্য সম্ভাব্য সবচেয়ে ভালো ফল এনে দিয়েছে নাইজেরিয়া। আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফ্রিকার দেশটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 04:59 PM
Updated : 23 June 2018, 12:26 PM

ভলগোগ্রাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে আফ্রিকার দেশটি। দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আইসল্যান্ড জিতলে বিশ্বকাপে টিকে থাকার আশা অনেকটাই কমে যেত আর্জেন্টিনার।

ভলগোগ্রাদ স্টেডিয়ামে শুক্রবার প্রথমার্ধের শেষ দিকে প্রথম ভাল সুযোগ পায় আইসল্যান্ড। সিগুর্দসনের ফ্রি কিক আলফ্রেদ ফিনবোগাসনের গায়ে লেগে বারের কাছ দিয়ে বাইরে চলে যায়।  

প্রথমার্ধে লক্ষ্যে একটিও শট নিতে না পারা নাইজেরিয়া দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় মুসার দুর্দান্ত ফিনিশিংয়ে। ভিক্টর মোজেজের ক্রস ডান পা দিয়ে নামিয়ে ওই পায়েই  হাফ ভলিতে গোলরক্ষক হালদরসনকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে একটুর জন্য ব্যবধান দ্বিগুণ করতে পারেননি মুসা। বাঁকানো শটে বল লাগে ক্রসবারে। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পরের মিনিটেই পেয়ে যান জালের দেখা।

এগিয়ে এসে মুসাকে ঠেকাতে চেয়েছিলেন আইসল্যান্ডের গোলরক্ষক। তাকে এড়িয়ে এগিয়ে যান নাইজেরিয়ার ফরোয়ার্ড। গোল লাইনের সামনে দাঁড়িয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন দুই ডিফেন্ডার। তবে ঠাণ্ডা মাথায় বার ঘেঁষে বল জালে পাঠান মুসা।

বিশ্বকাপে সব মিলিয়ে এ নিয়ে চার গোল করলেন মুসা। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে দুইবার জালের দেখা পেয়েছিলেন তিনি।

টাইরন ইবুহি ডি-বক্সে অহেতুক সিগুর্দসনকে ফাউল করলে ভিডিও রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৮২তম মিনিটে ওপর দিয়ে মেরে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন এভারটনের এই মিডফিল্ডার।

বিশ্বকাপে টানা তিন হারের পর জয় পেল নাইজেরিয়া। বিশ্বকাপে সব মিলিয়ে এটি তাদের ষষ্ঠ জয়। সব কটিই ইউরোপের দেশগুলোর বিপক্ষে।

ক্রোয়েশিয়ার কাছে হেরে এবারের আসর শুরু করা নাইজেরিয়া এই জয়ে বাঁচিয়ে রাখল দ্বিতীয় রাউন্ডের আশা। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দেওয়া আইসল্যান্ডের আশাও টিকে আছে।

আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে নাইজেরিয়া। একই সময়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আইসল্যান্ড।