রোমারিওকে ছাড়িয়ে নেইমার

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে গোল করে ছুঁয়েছিলেন রোমারিওকে। মূল পর্বে কোস্টা রিকার বিপক্ষে শেষ মুহূর্তে বল জালে পাঠিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে তৃতীয় স্থানে উঠে এলেন নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 03:35 PM
Updated : 22 June 2018, 08:38 PM

সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে 'ই' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে শেষ দিকের দুই গোলে জয় পায় ব্রাজিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

প্রতি আক্রমণে দগলাস কস্তার কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে পাঠান অরক্ষিত থাকা পিএসজির এই ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে নেইমারের এটা ৫৬তম গোল। ব্রাজিলের হয়ে তার চেয়ে বেশি গোল আছে কেবল রোনালদো (৬২) ও পেলের (৭৭)।

গত ১০ জুন প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে রোমারিওকে স্পর্শ করেছিলেন ২৬ বছর বয়সী নেইমার।

চলতি বিশ্বকাপে নেইমারের এটি প্রথম গোল, আর বিশ্বকাপে সব মিলিয়ে পঞ্চম।

আগামী বুধবার ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে খেলবে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ব্রাজিল।