ব্রাজিলের বিপক্ষে বোর্হেসের পরিবারের বিশ্বকাপ অভিযান

ব্রাজিলের বিপক্ষে শুক্রবার কোস্টা রিকার সেলসো বোর্হেস মাঠে নামলে অনুসরণ করবেন বাবার পদাংক। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চলবে তার পরিবারের বিশ্বকাপ অভিযান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 01:58 PM
Updated : 21 June 2018, 01:58 PM

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে কোস্টা রিকা।

বোর্হেসের বাবা আলেশান্দ্রে গিমারেসের ছেলেবেলা কেটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে কোস্টা রিকাতে আসেন তিনি।

১৯৯০ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া কোস্টা রিকা দলের সদস্য ছিলেন গিমারেস।

ঐ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল কোস্টা রিকা। পরের দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা হয়নি তাদের। ২০০২ বিশ্বকাপে পা রাখে দেশটি। এবারও দলে উপস্থিত গিমারেস; তবে খেলোয়াড় নয়, কোচ হয়ে। আবারও ব্রাজিলের গ্রুপেই জায়গা হয় তাদের।

অবশ্য কোচ বা খেলোয়াড় কোনো ভূমিকাতেই দলকে জয় এনে দিতে পারেননি গিমারেস। খেলোয়াড় হিসেবে ১-০ গোলে হারের পর কোচ হয়ে হারেন ৫-২ ব্যবধানে।

চলতি বিশ্বকাপে গিমারেজ না থাকলেও আছেন ছেলে বোর্হেস। আবারো কোস্টা রিকানদের গ্রুপ সঙ্গী সেলেসাওরা।

রয়টার্সকে এক সাক্ষাৎকারে বোর্হেস বলেন, “আমি এটা অস্বীকার করতে পারি না, অবশ্যই একটা যোগাযোগ আছে। ব্রাজিলের সঙ্গে আমার সম্পর্ক আমার বাবার মতো জোরালো নয়। কিন্তু আমার একটা অংশের এখনও মনে হয় যোগসূত্র আছে।”

“আমি শতভাগ কোস্টা রিকান এবং আমি প্রতিবারই কোস্টা রিকা বেছে নিতাম। কিন্তু আমি পারিবারিক এই সম্পর্ক অস্বীকার করতে পারি না।”

শুক্রবার যখন ব্রাজিলের বিপক্ষে লড়বেন তখন বাবা গিমারেসের মনের অবস্থাটাও বুঝতে পারছেন বোর্হেস।

“অবশ্যই আমার বাবা মনেপ্রাণে কোস্টা রিকান, তিনি ব্রাজিল ছেড়েছেন যখন, তার বয়স মাত্র ১২ বছর। কিন্তু তার মধ্য ব্রাজিলিয়ান অংশটা খুবই জোরালো।”

 “আপনি যে কোনো পরিস্থিতিতে যখনই ব্রাজিলের বিপক্ষে খেলবেন, এটা সব সময় বিশেষ কিছু, সব সময় ভিন্ন কিছু।”

গত বিশ্বকাপ খেলতে ব্রাজিলে গিয়ে বাবার জন্মভূমি রেসিফে থেকে ঘুরে এসেছেন বোর্হেস।

“এটা ছিল রোমাঞ্চকর। কারণ সেখানেই আমরা ইতালিকে হারাই এবং শেষ পর্যন্ত কোয়ার্টার-ফাইনালে উঠি।”

ব্রাজিলে উরুগুয়ে আর ইতালিকে হারিয়ে আর ইংল্যান্ডের সঙ্গে ড্র করে গ্রুপের শীর্ষস্থান পায় কোস্টা রিকা। গ্রিসকে হারিয়ে উঠে শেষ আটে যেখানে নেদারল্যান্ডসের কাছে টাইব্রেকারে হেরে যায় দেশটি।