আমিই কোচ এবং এতে অভ্যস্ত হও: ইয়েররো

ইরানের বিপক্ষে স্পেনের পাওয়া জয় নতুন কোচ হিসেবে ফের্নান্দো ইয়েররোরও প্রথম সাফল্য। কষ্টের জয়েও তাই খুশি স্পেন কোচ জানালেন, তার কাজের সঙ্গে মানুষকে অভ্যস্ত হতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 12:59 PM
Updated : 21 June 2018, 12:59 PM

দিয়েগো কস্তার একমাত্র গোলে ইরানকে ১-০ ব্যবধানে হারায় স্পেন। এ ম্যাচে লুকাস ভাসকেসের অন্তর্ভুক্তি আর ইসকোর পজিশন নিয়ে ওঠা প্রশ্নে কড়া উত্তর দেন ইয়েররো।

“আমিই নতুন কোচ; আমিই জাতীয় দলের কোচ; আপনাদের এর সঙ্গে অভ্যস্ত হতে হবে।”

রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়ানোর আগ মুহূর্তে হুলেন লোপেতেগিকে বরখাস্ত হলে ইয়েররোর হাতে দায়িত্ব পড়ে। তার অধীনে প্রথম ম্যাচ পর্তুগালের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর ইরানের বিপক্ষে চলতি আসরে প্রথম জয় পেল স্পেন।

কস্তার প্রশংসায় পঞ্চমুখ ইয়েররোর বিশ্বাস স্পেনের ফরোয়ার্ডের আরও ভালো করার সামর্থ্য আছে।

“দিয়েগো আসলেই দলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। দুই ম্যাচে সে তিন গোল করেছে কিন্তু সে আরও ভালো করতে পারে। সে কঠোর পরিশ্রম করে। ওপরে উঠে এবং নিচে নেমে সে লড়াই করতে পারে।”

ইরান কোচ কার্লোস কিরোসের প্রশংসাও করেছেন ইয়েররো। প্রতিপক্ষ হিসেবে ইরান শক্ত ছিল বলেও জানান তিনি।

“কার্লোস একজন দারুণ কোচ। ইরানের হয়ে সে যেটা করেছে অবিশ্বাস্য; প্রকৃত পেশাদারের কাজ। ইরান সহজ দল নয়, জটিল একটা দল…আমরা সবাই জানি তাদের বিপক্ষে খেলা কঠিন।”

“কঠিন একটা ম্যাচ ছিল। তাদের বিপক্ষে গোল করা খুবই কঠিন।… শারীরিকভাবেও শক্তিশালী।”