মেসির অনেক পেছনে মারাদোনা: রামোস

লিওনেল মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড় বলে মনে করেন স্পেনের অধিনায়ক সের্হিও রামোস। স্প্যানিশ ডিফেন্ডারের মতে, মেসির চেয়ে অনেক পিছিয়ে আছেন দিয়েগো মারাদোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 09:32 AM
Updated : 21 June 2018, 09:32 AM

রামোস আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার দিয়েগো গদিনের মতো ভালো নয় বলে সম্প্রতি মন্তব্য করেন মারাদোনা। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ঐ কথার জবাব দিলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক।

বুধবার ইরানের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর সাংবাদিকদের রামোস বলেন, “আর্জেন্টিনায় তারা জানে যে মারাদোনা আমার মতে ইতিহাসের সেরা আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির চেয়ে অনেক আলোকবর্ষ পেছনে আছে।”

এ সময় বিশ্বকাপে নিজেদের অবস্থান নিয়েও কথা বলেন রামোস। পর্তুগালের সঙ্গে যৌথভাবে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন।

“আমরা খুশি মনে মাঠ ছেড়েছি। আমরা আরেক পা সামনে এগোলাম এবং এখন গ্রুপ সেরা হওয়ার চেষ্টা আমাদের করতেই হবে। এটাই আমাদের লক্ষ্য। আমি এখনও মনে করি, সব ক্ষেত্রেই আমরা উন্নতি করতে পারি।”

আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১২টায় কালিনিনগ্রাদে মরক্কোর বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে স্পেন।