‘সর্বকালের সেরা হতে বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই মেসির'

সর্বকালের সেরাদের কাতারে বিবেচিত হতে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হের্নান ক্রেসপো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 05:17 PM
Updated : 20 June 2018, 05:21 PM

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। ম্যাচটি ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা।

বার্সেলোনার হয়ে ১৪ মৌসুমে ৩২টি শিরোপা জয়ের পাশাপাশি ও পাঁচ বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। কিন্তু এখনও বিশ্বকাপ জেতা হয়নি ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের।

মেসির প্রসঙ্গে ক্রেসপো বলেন, “বিশ্বকাপ না জিতে অনেক খেলোয়াড় আমাদের স্মৃতিতে গ্রেট হয়ে আছে। মেসি একজন চমৎকার খেলোয়াড়। আমি তার খেলা দেখতে খুব ভালোবাসি এবং সে খুব ভালো মানুষ। সে বিশ্বকাপ জয়ের যোগ্য।”

“যদি সে জিতে তাহলে সে একজন গ্রেট খেলোয়াড়। কিন্তু জিততে না পারলেও সে অসাধারণ খেলোয়াড়।”

“কত জন গ্রেট খেলোয়াড় এটা জেতেনি? আমার মনে পড়ে না, ইয়োহান ক্রুইফ বা মিশেল প্লাতিনি এটা জিতেছে।”

রাশিয়া বিশ্বকাপে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।