দলের পারফরম্যান্সে খুশি বেলজিয়াম কোচ

পানামার বিপক্ষে বেলজিয়াম 'ঠিক প্রত্যাশা অনুযায়ী' খেলেছে বলে জানিয়েছেন দলটির কোচ রবের্তো মার্তিনেস। তিউনিসিয়ার বিপক্ষে পরের ম্যাচেও শিষ্যদের কাছ থেকে একই রকম পারফরম্যান্স চান এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 01:19 PM
Updated : 20 June 2018, 01:19 PM

একই সঙ্গে উন্নতির প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি। তবে 'নিখুঁত' খেলার দিকে মনোযোগ দিতে চান না মার্তিনেস।

সোমবার সোচিতে গোলশূন্য প্রথমার্ধের পর দারুন এক ভলিতে বেলজিয়ামকে প্রথম গোল এনে দেন ড্রিস ম্যার্টেন্স। ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বড় জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রোমেলু লুকাকু।

“যদি আপনারা আমাকে ম্যাচের আগে বলতেন যে আমরা তিন গোলের ব্যবধানে ম্যাচটা জিতব, আপনারা ওপেন প্লে থেকে তিনটি গোল করবেন, সুন্দর গোল, কারণ ফুটবলে সবচেয়ে কঠিন কাজ গোল করা এবং সেগুলো ওপেন প্লে থেকে সুন্দর গোল ছিল, আপনারা ক্লিন শিট রাখবেন। আমি বলতাম, ঠিক এটাই আমরা চেয়েছিলাম।”

“আপনাদের পরিপূর্ণতা খোঁজা উচিত হবে না। অবশ্যই আমাদের উন্নতি করা প্রয়োজন। আমরা উন্নতি করতে চাই, আমাদের উন্নতি করা প্রয়োজন। আমি মনে করি, গ্রুপ পর্বের তিন ম্যাচ সব সময় আমাদের মানসিক, টেকনিকাল ও ট্যাকটিকাল উন্নতির জন্য।”

আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিউনিসিয়ার বিপক্ষে খেলবে বেলজিয়াম।