রোনালদোকে আটকানোর ‘অসম্ভব’ কাজটা করতে চায় মরক্কো

ক্রিস্তিয়ানো রোনালদোকে ঠেকানো অসম্ভব হতে পারে বলে মনে করেন মরক্কোর কোচ হার্ভি রঁনা। তবে জানিয়েছেন, পর্তুগালের অধিনায়ককে ঠেকাতে তার দল সব কিছু করবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 09:56 AM
Updated : 20 June 2018, 09:56 AM

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ইউরো চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মরক্কো। প্রথম ম্যাচে রোনালদোর দারুণ এক হ্যাটট্রিকে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে পর্তুগাল।

সংবাদ সম্মেলনে রঁনা মেনে নেন রোনালদোকে আটকানোর পরিকল্পনা হয়তো সফল হবে না।

“আমি যা কিছু বলতে পারি তা হলো সে একজন ব্যতিত্রমী খেলোয়াড়। এই শব্দটা বলাও হয়তো যথেষ্ট নয়।”

“এটাকে (মরক্কোর বিপক্ষে ম্যাচ) তার জন্য কম অসাধারণ করতে আমাদের অবশ্যই সব কিছু করতে হবে।”

রোনালদোকে আটকে দিলেই পর্তুগালের বিপক্ষে সাফল্য পাওয়া যাবে এমন ধারণা উড়িয়ে দিয়েছেন রঁনা। মনে করিয়ে দিয়েছেন ইউরো ২০১৬ এর ফাইনালের কথা।

“যদি আমরা রোনালদোর পাহারায় তিনজনকে রাখি, আমি জানি না কিভাবে আমরা অন্যদের মার্ক করব। তাদের অনেক বেশি আক্রমণাত্মক দক্ষতা আছে। ভুলে গেলে চলবেই না যে আমরা ইউরোপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছি।”

“যদি আমার স্মৃতিশক্তি ভালো হয়, ফাইনালে সে ফ্রান্সের বিপক্ষে চোট পেয়েছিল এবং তার সতীর্থরা পার্থক্য তৈরি করতে পেরেছিল।”

“যদি আপনি জীবনে একবার ক্রিস্তিয়ানো রোনালদোর বিপক্ষে খেলেন, আপনার যতটা পারেন সেরা হতেই হবে।”