মেসির পাশে খেলতে চান দিবালা
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2018 12:22 PM BdST Updated: 20 Jun 2018 12:22 PM BdST
নিজেকে লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য প্রস্তুত বলে মনে করেন পাওলো দিবালা। আর্জেন্টিনা দলে দুজনের এক সঙ্গে খেলার উপায় খুঁজে বের করা প্রয়োজন বলেও জানিয়েছেন এই ফরোয়ার্ড।
ইউভেন্তুসের হয়ে আলো ছড়ানো দিবালা ও বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি একসঙ্গে খেলার জন্য প্রস্তুত নন বলে জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে দলের পয়েন্ট হারানো বেঞ্চে বসেই দেখেন দিবালা। তবে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড মনে করেন মেসির সঙ্গে খেলতে প্রস্তুত তিনি।
“এখানে (জাতীয় দলে), বার্সেলোনায় বা বিশ্বের যে কোনো জায়গায় মেসির কোনো বিকল্প নেই। আমি অবশ্যই মনে করি, আমরা একসঙ্গে কাজ করতে পারতাম।”
“আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে আমি দলে জায়গা করে নিতে পারি। কারণ আপনারা যেমনটা বলেন, তিনি যে পজিশনে খেলেন আমি সেই একই পজিশনে খেলতে অভ্যস্ত। সম্প্রতি আমি ঐ পজিশনে খেলতে অভ্যস্ত হয়েছি।। কিন্তু আমি অবশ্যই মনে করি আমাদের এক সঙ্গে কাজ করতেই হবে।”
আইসল্যান্ডের বিপক্ষে আলো ছড়াতে পারেননি মেসি। দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। তবে দিবালা মনে করেন, মাঠে অধিনায়কের তৈরি করা সুবিধাগুলো পুরোপুরি কাজে লাগাতে পারলে সফল হবেন তারা।
“আমরা জানি যে, আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছে। আমাদের অবশ্যই তা থেকে সুবিধা নিতে হবে। তাকে প্রতিপক্ষের প্রত্যেক খেলোয়াড় মার্কিং করায় তিনি যে জায়গাগুলো তৈরি করে দেন তার সুবিধা নিতে হবে।”
“ওসব জায়গা ও মুহূর্তগুলো থেকে আমাদের সুবিধা নিতেই হবে। ফলে আমরা আরও ভালোভাবে আক্রমণ করতে পারব।”
আগামী বৃহস্পতিবার নিজনি নভগোরোদে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে হোর্হে সাম্পাওলির দল।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দলকে শতরানে নিয়ে থামলেন সোহান
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ