পোল্যান্ডকে হারিয়ে চমক সেনেগালের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2018 10:59 PM BdST Updated: 19 Jun 2018 11:30 PM BdST
বিশ্বকাপে ফেরা দুই দলের লড়াইয়ে জিতেছে সেনেগাল। ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা পোল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফ্রিকার দেশটি।
মস্কোয় ‘এইচ’ গ্রুপের খেলায় ২-১ গোলে জিতেছে ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা সেনেগাল। এবারের আসরে এটাই আফ্রিকার কোনো দলের প্রথম জয়।
২০০২ আসরে শিরোপাধারী ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল সেনেগাল। বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে দলটি খেলেছিল কোয়ার্টার-ফাইনালে। এবারের আসর শুরু করল র্যাঙ্কিংয়ের ৮ নম্বর দলকে হারিয়ে।
স্পার্তাক স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি কোনো দলই। রবের্ত লেভানদোভস্কি কিংবা সাদিও মানে ভীতি ছড়াতে পারেননি প্রতিপক্ষের রক্ষণে।

প্রথমার্ধে দুই দল লক্ষ্যে রাখতে পারেনি একটি শটও। তৈরি করতে পারেনি গোলের ভালো কোনো সুযোগ।
পোল্যান্ডের দুর্বলতা তার রক্ষণ। ইউরোপের বাছাই পর্বে গ্রুপ সেরা হওয়াদের মধ্যে তারা সবচেয়ে কম দুটি ম্যাচে জাল অক্ষত রাখতে পেরেছিল। বিশ্বকাপে টানা নয় ম্যাচে জাল অক্ষত রাখতে ব্যর্থ হল পোল্যান্ড।
৪৮তম মিনিটে প্রতি আক্রমণ থেকে বিপজ্জনক গতিতে এগিয়ে যাওয়া লেভানদোভস্কিকে ফাউল করে থামান সালিফ সানে। পোলিশ অধিনায়কের ফ্রি-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন সেনেগালের গোলরক্ষক।
৫৬তম মিনিটে লুকাস পিসজেকের ভলি একটুর জন্য লক্ষ্যে থাকেনি।

এই গোলের দায় যেন ৮৬তম মিনিটে শোধ করেন ক্রিখোভিয়াক। ফ্রি কিকে দারুণ এক হেডে বল জালে পাঠান এই মিডফিল্ডার।
দুই দলের প্রথম দেখায় জেগে উঠে পোল্যান্ডের পয়েন্ট পাওয়ার আশা। তবে বাকি সময় জাল অক্ষত রেখে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ফিফা র্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা সেনেগাল।
বড় টুর্নামেন্ট এলে যেন নিজেকে হারিয়ে ফেলেন লেভানদোভস্কি। ২০১২ ও ২০১৬ ইউরোতে করেন মোটে একটি করে গোল। অনেক দেরিতে খেলার সুযোগ পেলেন বিশ্বকাপে। প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড যেন থাকলেন নিজের ছায়া হয়ে।
আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে সেনেগাল। পর দিন কলম্বিয়ার মুখোমুখি হবে পোল্যান্ড।
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
টিভিতে আজ
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর