লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের শুভসূচনা

প্রথমার্ধে কোনোমতে ঠেকিয়ে রাখতে পারল পানামা। দ্বিতীয়ার্ধে চমৎকার সব ফিনিশিংয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দলটিকে সহজেই হারিয়েছে বেলজিয়াম। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 05:02 PM
Updated : 18 June 2018, 05:30 PM

সোচিতে ‘জি’ গ্রুপের ম্যাচ ৩-০ গোলে জিতেছে বেলজিয়াম। ড্রিস ম্যার্টেন্স দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন রোমেলু লুকাকু।

টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে পানামার মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খুব একটা পরীক্ষা দিতে হয়নি দলটিকে।

ফিশৎ স্টেডিয়ামে সোমবার প্রথম লক্ষ্যে শট নেয় বেলজিয়াম। ইয়ানিক কারেসকোর শট ফিরিয়ে দেন পানামা গোলরক্ষক জেমি পেনেদো। খানিক পর ব্যর্থ করে দেন ম্যার্টেন্সের চেষ্টা।

রোমান টোরেসের বাজে ব্যাকপাসে দ্বাদশ মিনিটে সুযোগ এসে যায় এডেন হ্যাজার্ডের সামনে। গোলরক্ষককে একা পেয়েও সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি চেলসির এই ফরোয়ার্ড।

২৩তম মিনিটে টোরেসের নিখুঁত স্লাইডে বেঁচে যায় পানামা। কেভিন ডি ব্রুইনের ক্রসে গোল পেতে শুধু একটা টোকার দরকার ছিল লুকাকুর। বল তার কাছে যাওয়ার আগেই দারুণ এক স্লাইডে কর্নারের বিনিময়ে রক্ষা করেন টোরেস।

৩৯তম মিনিটে পানামার ত্রাতা পেনেদো। হ্যাজার্ডের বুলেট গতির শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।

গোলের জন্য বেলজিয়ামের অপেক্ষা ফুরায় দ্বিতীয়ার্ধের শুরুতে। ৪৭তম মিনিটে চমৎকার এক ভলিতে জাল খুঁজে নেন ম্যার্টেন্স।

দ্রুত সমতা ফেরানোর সুযোগ এসেছিল পানামার সামনে। গোলরক্ষক থিবো কর্তোয়াকে একা পেয়ে যান মাইকেল আমির মুরিলো। পানামার ডিফেন্ডার শট নিতে একটু দেরি করে ফেলেন। সুযোগ কাজে লাগিয়ে দলকে বাঁচান কর্তোয়া।

দারুণ ছন্দে থাকা লুকাকু ৬৯তম মিনিটে দ্বিগুণ করেন ব্যবধান। ডি ব্রুইনের ক্রসে চমৎকার হেডে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

বাছাই পর্বে দেশের হয়ে সর্বোচ্চ ১১ গোল করা লুকাকু ৭৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। দেশের হয়ে এ নিয়ে শেষ ১০ ম্যাচে করেলেন ১৫ গোল।  

বাকি সময়ে আর গোল পায়নি বেলজিয়াম। ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জালের দেখা পায়নি পানামা। 

আগামী শনিবার তিউনিশিয়ার বিপক্ষে খেলবে বেলজিয়ামা। পরদিন ইংল্যান্ডের মুখোমুখি হবে পানামা।