আমি বিশ্বের সবচেয়ে সমালোচিত খেলোয়াড়: পগবা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলার পরও সমালোচনার মুখে পড়েন পল পগবা। আর এ কারণে ফরাসি এই মিডফিল্ডারের মনে করেন, বিশ্বের তিনিই বুঝি সবচেয়ে বেশি সমালোচিত খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 04:36 PM
Updated : 18 June 2018, 04:36 PM

শনিবার কাজানে দলের দুটি গোলেই অবদান রাখেন পগবা। বিরতির পর তার পাস ধরে অস্ট্রেলিয়ার ডি-বক্সে ঢোকা অঁতোয়ান গ্রিজমানকে ফেলে দিলে পেনাল্টি পায় ফরাসিরা। শেষদিকে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের শটে বল আজিজ বেহিচের পা ছুঁয়ে ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইন অতিক্রম করে।

২০১৭-১৮ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক ছিলেন না পগবা। তবে সমালোচকদের কথায় কান দিতে রাজি নন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

“মনে হচ্ছে, অন্যদের চেয়ে আমার ভুল করার অধিকার কম। এটা হাস্যকর।...সমালোচকরা সবসময় থাকবে। এটাই ফুটবল।”

“আমি মাঠে মজা করতে নামি। আর যারা আমার সমালোচনা করে তাদের জন্য এটাই আমার একমাত্র উত্তর। এটা বড় কোনো বিষয় না। সবারই মত আছে।”

আগামী বৃহস্পতিবার একাতেরিনবুর্গে বাংলাদেশ সময় রাত নয়টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হবে ফ্রান্স।