৩৫ পর্যন্ত ফর্মের তুঙ্গে থাকার প্রত্যাশা লেভানদোভস্কির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2018 10:12 PM BdST Updated: 18 Jun 2018 10:12 PM BdST
আসছে অগাস্টে ৩১-এ পা রাখবেন রবের্ত লেভানদোভস্কি। তবে তার কাছে সেটা শুধুই একটা সংখ্যা। দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডের মর্যাদা পাওয়া পোল্যান্ডের এই ফরোয়ার্ডের বিশ্বাস, ৩৫ বছর পর্যন্ত ফর্মের তুঙ্গে থাকবেন তিনি।
ক্যারিয়ারে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া লেভানদোভস্কির বিশ্বাস, রাশিয়ায় দারুণ কিছু করে দেশের ফুটবলে সুদিন ফেরাতে পারবেন তারা।
মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে মঙ্গলবার সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ২০১০ ও ২০১৪ আসরে সুযোগ না পাওয়া পোল্যান্ড।
ক্যারিয়ারে এত দেরিতে প্রথম বারের মতো বিশ্বকাপ খেলা নিয়ে খুব একটা আফসোস নেই লেভানদোভস্কির। বরং ক্যারিয়ারে বিশ্বকাপটা যথার্থ সময়ে এসেছে বলে মনে করেন বায়ার্ন মিউনিখ তারকা।
দ্য গার্ডিয়ানকে লেভানদোভস্কি বলেন, "কমপক্ষে ৩৫ বছর পর্যন্ত আমার ফর্মের তুঙ্গে থাকার পরিকল্পনা আছে।"
"আমার মনে হচ্ছে, একজন স্ট্রাইকার হিসেবে আমি আমার সেরা সময়টা মাত্র শুরু করেছি। আমি পরিণত এবং আমার অনেক অভিজ্ঞতা আছে। সুস্থ্য থাকলে যত লম্বা সময় পারা যায় আমি ইউরোপে খেলবো।"
৭০ এর দশক ছিল পোলিশ ফুটবলের উজ্জ্বল সময়। পশ্চিম জার্মানিতে ১৯৭২ সালে অলিম্পিকে স্বর্ণ জয়ের পর একই দেশে ১৯৭৪ বিশ্বকাপে তৃতীয় হয় তারা।
নিজেদের অতীত নিয়ে লেভানদোভস্কি বলেন, "এই ধরনের পরিসংখ্যান আপনাকে অমরত্ব দেয়।"
"ইতিহাস ইতিহাসই। পেছনে ফিরে দেখা এবং এসব কিছু স্মরণ করাটা দারুণ ব্যাপার। তবে আমরাও স্মরণীয় হতে চাই, নিজেদের ইতিহাস লিখতে চাই। সুন্দর সব স্মৃতির জন্য আমরা লড়বো।"
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ