জার্মানির বিপক্ষে জয় মেক্সিকোর ‘পরিকল্পনার ফল’

জার্মানির বিপক্ষের জয়টি দীর্ঘ পরিকল্পনার ফসল বলে মনে করেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 01:40 PM
Updated : 18 June 2018, 01:40 PM

ইয়ার্ভিং লোসানোর একমাত্র গোলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ ব্যবধানে হারায় মেক্সিকো। ম্যাচ শেষে রাশিয়ায় পা রাখার আগে করা দীর্ঘ পরিকল্পনার কথা জানান ওসোরিও।

“ছয় মাস আগে থেকে আমরা একটি পরিকল্পনা সাজিয়েছিলাম। চোটের কারণে আমরা কিছু বিষয় বদলাতে বাধ্য হয়েছিলাম; তবে মূলত দ্রুত গতির খেলোয়াড়দের দুই পাশে কাজে লাগানোর পরিকল্পনা ছিল।”

“আমরা লোসানোকে বেছে নিয়েছিলাম কারণ সে আমাদের সবচেয়ে দ্রুত গতির খেলোয়াড়। আমরা দ্রুত আক্রমণে উঠছিলাম এবং প্রথম গোলটা করার আগে আমরা অনেকগুলো ভালো সুযোগ পেয়েছিলাম।”

“কথায় আছে-হারকে ভয় না পেয়ে জয়ের প্রতি ভালোবাসা নিয়ে খেলো। ছেলেরা খুবই ভালো লড়াই করেছে এবং জানপ্রাণ দিয়ে জার্মানিকে প্রতিরোধ করেছে।”