বিশাল চাপে জার্মানি: মুলার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2018 05:02 PM BdST Updated: 18 Jun 2018 05:02 PM BdST
রাশিয়া বিশ্বকাপে জার্মানির আর ভুল করার সুযোগ নেই বলে মনে করেন টমাস মুলার। মেক্সিকোর কাছে হারকে সতর্কবার্তা মেনে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান এই ফরোয়ার্ড।
মস্কোয় ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে রোববার ইয়ার্ভিং লোসানোর একমাত্র গোলে মেক্সিকোর কাছে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
মাচ শেষে চাপটা বুঝতে পারছেন মুলার।
“বিশাল চাপের মধ্যে আমাদের এখন দুটো ম্যাচই জিততে হবে। আমরা সেটা ইতিবাচকভাবে করতে চাইলে আমাদের দৃঢ়তা প্রয়োজন।”
পাল্টা আক্রমণে জার্মানির নিয়মিত পরীক্ষা নিয়েছেন হাভিয়ের এর্নান্দেজ, লোসানোরা। রক্ষণ নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন মুলার।
“অবশ্যই আপনি রক্ষণকে সুদৃঢ় করতে পারেন। ভুল সময়ে বল হারানো আমাদের ভুগিয়েছে।”
“আমরা কোচিং টিমের সঙ্গে পরিস্থিতি বিশ্লেষণ করা চালিয়ে যাব। এরপর এটা বন্ধ করার চেষ্টা করব। পরের ম্যাচগুলোতে আমাদের দেখাতেই হবে আমরা কি করতে পারি।”
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় সোচিতে সুইডেনের বিপক্ষে খেলবে জার্মানি।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ