বিশাল চাপে জার্মানি: মুলার

রাশিয়া বিশ্বকাপে জার্মানির আর ভুল করার সুযোগ নেই বলে মনে করেন টমাস মুলার। মেক্সিকোর কাছে হারকে সতর্কবার্তা মেনে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 11:02 AM
Updated : 18 June 2018, 11:02 AM

মস্কোয় ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে রোববার ইয়ার্ভিং লোসানোর একমাত্র গোলে মেক্সিকোর কাছে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

মাচ শেষে চাপটা বুঝতে পারছেন মুলার।

“বিশাল চাপের মধ্যে আমাদের এখন দুটো ম্যাচই জিততে হবে। আমরা সেটা ইতিবাচকভাবে করতে চাইলে আমাদের দৃঢ়তা প্রয়োজন।”

পাল্টা আক্রমণে জার্মানির নিয়মিত পরীক্ষা নিয়েছেন হাভিয়ের এর্নান্দেজ, লোসানোরা। রক্ষণ নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন মুলার।

“অবশ্যই আপনি রক্ষণকে সুদৃঢ় করতে পারেন। ভুল সময়ে বল হারানো আমাদের ভুগিয়েছে।”

“আমরা কোচিং টিমের সঙ্গে পরিস্থিতি বিশ্লেষণ করা চালিয়ে যাব। এরপর এটা বন্ধ করার চেষ্টা করব। পরের ম্যাচগুলোতে আমাদের দেখাতেই হবে আমরা কি করতে পারি।”

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় সোচিতে সুইডেনের বিপক্ষে খেলবে জার্মানি।