আর্জেন্টিনা এভাবে খেললে দেশে ফিরতে পারবে না সাম্পাওলি: মারাদোনা

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আইসল্যান্ডের সঙ্গে ড্র করাটা আর্জেন্টিনার জন্য লজ্জার বলে মনে করেন দিয়েগো মারাদোনা। দল এভাবে খেললে কোচ হোর্হে সাম্পাওলি দেশে ফিরতে পারবে না বলে সতর্ক করে দিয়েছেন এই ফুটবল কিংবদন্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 10:43 AM
Updated : 18 June 2018, 10:58 AM

মস্কোয় শনিবার ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দেয় আইসল্যান্ড। দ্বিতীয়ার্ধে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেরা তারকা লিওনেল মেসি স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে পারলে অবশ্য ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।

স্পার্তাক স্টেডিয়ামে ম্যাচটি গ্যালারিতে বসেই দেখেছিলেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে সবশেষ বিশ্বকাপ জেতানো মারাদোনা। আইসল্যান্ডের বিপক্ষে সাম্পাওলির দলের খেলা প্রসঙ্গে ভেনেজুয়েলার একটি টেলিভিশনকে তিনি বলেন, “দলের ভেতরে একটা ক্ষোভ আছে বলে আমি টের পাচ্ছি।”

“এটা লজ্জার। আইসল্যান্ডের খেলোয়াড়রা ১ দশমিক ৯০ মিটার লম্বা জেনেও প্রস্তুতি নেওয়া হয়নি।”

আইসল্যান্ডের বিপক্ষে দলের পয়েন্ট হারানোর জন্য খেলোয়াড়দের দোষ দিচ্ছেন না আর্জেন্টিনার সাবেক কোচ মারাদোনা।

“আমি খেলোয়াড়দের দোষ দেই না। আমি পরিশ্রমের মাত্রাকে দোষ দিতে পারি, কিন্তু আমি খেলোয়াড়দের দোষ দিতে পারি না।”

আগামী বৃহস্পতিবার নিজনি নভগোরোদে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়া বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।