মেক্সিকোর উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন কোচ

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে দারুণ জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও। দেখছেন নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 07:20 PM
Updated : 17 June 2018, 07:20 PM

রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে 'এফ' গ্রুপের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে রাশিয়া মিশন শুরু করে মেক্সিকো। প্রথমার্ধে ইয়ার্ভিং লোসানোর গোলে বিশ্বকাপে প্রথম বারের মতো জার্মানদের হারাল দক্ষিণ আমেরিকার দলটি।

ম্যাচ শেষে ওসোরিও বলেন, "আমরা দেখিয়েছি, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমরা যা করেছি তাতে আমি খুবই সন্তুষ্ট। এটা অসাধারণ একটা ম্যাচ। ঠিকভাবে আমরা এটা উপভোগ করবো। প্রস্তুত হবো পরের ম্যাচের জন্য। এখানে আসা সব মেক্সিকান সমর্থক ও আমাদের যারা সমর্থন করে তাদেরকে আমি এই জয় উৎসর্গ করতে চাই।"

৫৭ বছর বয়সী কলম্বিয়ান কোচ এখন ভাবতে চান পরের ম্যাচের প্রতিপক্ষ সুইডেনকে নিয়ে।

"সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেক্সিকান ফুটবলের উন্নতি করা। আমাদের এখন পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।"