জার্মানিকে হারানো গোলটি লোসানোর ‘সেরা’

প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে গোল। তাও আবার বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে জেতা ম্যাচে। গোলটিকে তাই ‘জীবনের সেরা’ বলছেন মেক্সিকোর ফরোয়ার্ড ইয়ার্ভিং লোসানো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 06:00 PM
Updated : 17 June 2018, 06:00 PM

রাশিয়ার লুজনিকি স্টেডিয়ামে রোববার ‘এফ’ গ্রুপের ম্যাচে লোসানোর একমাত্র গোলেই জার্মানিকে হারায় মেক্সিকো।

ম্যাচের ৩৫তম মিনিটে হাভিয়ের এর্নান্দেজের বাঁ দিকে বাড়ানো বল অনেকটা দৌড়ে এসে নিয়ন্ত্রণে নেন লোসানো। জার্মান ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন ২০১৬ সালে জাতীয় দলে সুযোগ পাওয়া এই খেলোয়াড়।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় লোসানো আরও জানালেন জার্মানির বিপক্ষে পাওয়া জয়টি তাদের কঠোর পরিশ্রমের ফল।

“সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। দলের জন্য এটা দারুণ ফল এবং এই ম্যাচ সেরার পুরস্কার পাওয়া আমার কাছে অনেক কিছু। আমি মানছি এটাই আমার জীবনে করা সেরা গোল। আমরা সবাই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখি।”

“আমরা লক্ষ্য পূরণের জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছিলাম এবং এই ফল সব কঠোর পরিশ্রমের ফসল। আমি জানি না, এটা মেক্সিকোর ইতিহাসের সেরা জয় কিনা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি অন্যতম সেরা। ঠিকঠাক বিশ্বকাপ শুরু করাটা দারুণ, যখন আপনি বিশ্ব চ্যাম্পিয়দের বিপক্ষে খেলছেন।”