আর্জেন্টিনার চেয়ে বেলজিয়াম ভালো: পানামা কোচ

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অভিষিক্ত আইসল্যান্ডের রুখে দেওয়া ম্যাচ থেকে প্রেরণা খুঁজতে নারাজ পানামার কোচ এরনান দারিও গোমেস। আসরে নিজেদের প্রথম প্রতিপক্ষ বেলজিয়ামকে  আর্জেন্টিনার চেয়ে শক্তিশালী বলে মনে করেন এই কলম্বিয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 04:14 PM
Updated : 19 June 2018, 03:30 PM

সোমবার সোচিতে বাংলাদেশ সময় রাত ৯টায় বেলজিয়ামের মুখোমুখি হবে প্রথমবারের মতো বিশ্বকাপে আসা পানামা। ‘জি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও তিউনিশিয়া।

এদেন আজার, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনেদের নিয়ে গড়া বেলজিয়াম দলটিকে শিরোপার অন্যতম দাবিদার বলে মনে করেন গোমেস।

ফিশৎ স্টেডিয়াম আইসল্যান্ডের মতো দৃঢ়তা তার দল দেখাতে পারবে কি-না, এমন প্রশ্নের জবাবে ৬২ বছর বয়সী কোচ জানান, “আমি এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। যে কোনো কিছুই ঘটতে পারে। ইউরোতে আইসল্যান্ড ভালো করেছিল।”

“আমি অবশ্যই বলব, আর্জেন্টিনা বর্তমানে বেলজিয়ামের সমমানের নয়। আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যে বড় পার্থক্য নেই। কিন্তু আমাদের ও বেলজিয়ামের মধ্যে অনেক বেশি পার্থক্য। আমরা ফেভারিট নই, কিন্তু কে জানে কি হয়।”