মরক্কোর বিপক্ষে ম্যাচটি কঠিন হবে: পর্তুগালের সিলভা

বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটা কঠিন হবে বলে মনে করেন পর্তুগালের আদ্রিয়েন সিলভা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 03:44 PM
Updated : 17 June 2018, 03:50 PM

আগামী বুধবার মরক্কোয় মুখোমুখি হবে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা পর্তুগাল। ওই ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হয় সিলভাকে।

দলের কাছ থেকে কোচ ফের্নান্দো সান্তোস সবসময় আরও ভালো কিছুর প্রত্যাশা করেন। দলের সবার মধ্যে সবসময় জেতার মানসিকতা তৈরি করেছেন তিনি।

নিজেদের কোচ প্রসঙ্গে সিলভা সাংবাদিকদের বলেন, "কোচ কখনও সন্তুষ্ট হন না। তিনি ক্রমাগত উন্নতি চান। আমরাও কখনও সন্তুষ্ট হই না।"

"আমাদের লক্ষ্য এখন মরক্কো দলকে বিশ্লেষণ করা এবং তাদের হারানো। আমার মতে, ইরানের বিপক্ষে জয় পাওয়ার যোগ্য ছিল মরক্কো।"

"বিশ্বকাপে সহজ কোনো ম্যাচ নেই। আমরা দারুণ ফেভারিট একটি দলের বিপক্ষে খেলেছি। আমরা প্রতিপক্ষের জন্য সমস্যা তৈরি করেছিলাম। এটা ইতিবাচক একটা ফল। তবে আমরা ড্র চাইনি।"