নেইমারকে আটকানো 'অসম্ভব'
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2018 10:52 PM BdST Updated: 16 Jun 2018 10:52 PM BdST
ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে দলটির সেরা তারকা নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের স্তেফান লিখটস্টাইনার। তার মতে, এই ফরোয়ার্ডকে আটকানো 'বাস্তবিকভাবে অসম্ভব'।
রস্তোভে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিলের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। 'ই' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।
ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন পায়ের চোটে প্রায় তিনমাস মাঠের বাইরে থাকা নেইমার। ব্রাজিল তারকাকে কিভাবে আটকাবেন এমন প্রশ্নের জবাবে লিখটস্টাইনার বলেন, “হ্যাঁ, আমি বিশ্বাস করি নেইমারকে ৯০ মিনিট জুড়ে পুরোপুরি নিষ্ক্রিয় রাখা বাস্তবিক অর্থে অসম্ভব। সম্ভবত সে বিশ্বসেরা এবং ওই পজিশনে সবচেয়ে পরিপূর্ণ।”
বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিলকে এগিয়ে রাখছ্নে সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেতকোভিচ। তবে নিজের দলের উপর আস্থার কোনো কমতি নেই তার। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর স্বপ্ন দেখছেন বসনিয়ার সাবেক এই মিডফিল্ডার।
“তারা একটা অসাধারণ দল, গত চার বছর যারা দারুণ উন্নতির মধ্য দিয়ে পার করেছে। এখন তারা অনেক বেশি ইউরোপিয়ান কৌশলে খেলে, তাদের সম্মান দেখানো আমাদের প্রয়োজন।”
“কিন্তু আমি আমার দলে মনোযোগ দিতে চাই। আমরা ব্রাজিলের বিপক্ষে শুধু সুন্দর একটি ম্যাচ খেলতে নয়, জিততে এসেছি। একজন কোচ, একজন ফুটবল শিক্ষক হিসেবে আমার কাছে ড্র যথেষ্ট নয়।”
-
রিয়ালের কষ্টটা বুঝতে পারছেন এমবাপে
-
লিগে হেরে চ্যাম্পিয়ন্স লিগের আকাঙ্ক্ষা বেড়ে গেছে লিভারপুলের
-
এশিয়া কাপ হকি: ভালো শুরুর পর বড় হার বাংলাদেশের
-
স্বপ্নের মৌসুমে বেনজেমার হাতে ‘পিচিচি ট্রফি’
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
টিভিতে আজ
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ