অমন ভুলের পরও স্থির দে হেয়া

পর্তুগালের বিপক্ষে ম্যাচে অপ্রত্যাশিত ভুলে গোল খাওয়ার পর সতীর্থদের কাছ থেকে সমর্থন পাওয়ায় স্থির আছেন বলে জানিয়েছেন স্পেনের গোলরক্ষক দাভিদ দে হেয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 06:06 AM
Updated : 16 June 2018, 08:19 AM

শুক্রবার সোচিতে রাশিয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর লড়াইটি শেষ হয় ৩-৩ গোলের সমতায়।

ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া দে হেয়ার ভুলে ৪৪তম মিনিটে দ্বিতীয়বার এগিয়ে যায় পর্তুগাল। ডি-বক্সের বাইরে থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর নেওয়া নিচু শটে বল তার গ্লাভস ফস্কে জালে জড়ায়।

বিরতির পর দ্বিতীয় গোল করে সমতা ফেরান দিয়েগো কস্তা। ৫৮তম মিনিটে স্পেনকে এগিয়ে নেন নাচো ফের্নান্দেস। শেষদিকে দারুণ এক ফ্রি-কিকে রোনালদো হ্যাটট্রিক পূরণ করলে জয় পায়নি কোনো দলই। ম্যাচের ফল ও নিজের পারফরম্যান্স নিয়ে নির্ভার থাকছেন দে হেয়া।

“কোচ ও পুরো দল আমার সাথেই আছে। তাই আমি স্থির আছি।”

“এটা একটা ভুল ছিল, একটা কঠিন বল। ইরানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো করতে আমরা অনুশীলন করছি। কারণ আমাদের জয়ের ভালো সুযোগ আছে।”

“আমাদের আরও বেশি প্রাপ্য ছিল, কিন্তু ফুটবল এমনই। আপনার সাথে এটা ঘটতেই পারে। শুধু যারা আমাদের মতো গ্লাভস পরে মাঠে নামে তারাই জানে এটা কতটা কঠিন।”