আগে একাদশ দিয়ে আইসল্যান্ডকে হেলা করিনি: আর্জেন্টিনা কোচ

ম্যাচের আগের দিনই সেরা একাদশ ঘোষণা করে আইসল্যান্ডকে হেলা করেননি বলে দাবি করেছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 05:10 AM
Updated : 16 June 2018, 06:51 AM

আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। আগের দিন সংবাদ সম্মেলনে সবাইকে অবাক করে দিয়ে সেরা একাদশের নামগুলো পড়ে দেন সাম্পাওলি। জানান, বুধবারই একাদশ ঠিক করে রেখেছিলেন।

প্রতিপক্ষকে হালকাভাবে নিয়ে আগেই দল ঘোষণা করে দেওয়া কিনা, এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, “না, না, না। যে কারণে আগে আমি দল দিয়েছি, সেটা হচ্ছে গত বুধবারই আমরা জানতাম আমরা কি করতে চেয়েছিলাম।”

“আমি আপনাদের আজ জানাচ্ছি, কেননা আমরা সেরা একাদশ নিয়ে অনুশীলন করেছি এবং আমি মনে করি না, এই তথ্য গোপন রাখার প্রয়োজনীয়তা আছে।”

গত ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী পর্তুগালকে ড্রয়ে আটকে দিয়েছিল আইসল্যান্ড। দলটি এরই মধ্যে ঘোষণা দিয়েছে ফ্রান্সের ওই আসরের মতো রাশিয়াতেও আর্জেন্টিনাকে আটকানোর। সাম্পাওলির মনে হচ্ছে, আগের মতো রক্ষণাত্মক কৌশল নেবে আইসল্যান্ড।

“আমরা আইসল্যান্ডের মূল খেলোয়াড়কে জানি-তাদের অধিনায়ক অ্যারন গুনারসন। সে চোট থেকে সেরে উঠছে। তবে তারা একটা দল হয়ে খেলে। আমি নিশ্চিত, তাদের বিপক্ষে ম্যাচটা খুবই কঠিন হতে যাচ্ছে।”

“তারা নিচে নেমে রক্ষণ সামলায় এবং সম্ভবত প্রতিআক্রমণ-নির্ভর খেলবে। আইসল্যান্ডকে হারানো কঠিন হবে।”

‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার অপর দুই প্রতিপক্ষ নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।