'কনফেডারেশন্স কাপের অভিজ্ঞতা বিশ্বকাপে জার্মানির কাজে দেবে'

রাশিয়ায় গত বছর কনফেডারেশন্স কাপ জয়ের অভিজ্ঞতা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে জার্মানির কাজে দেবে বলে বিশ্বাস দলটির ডিফেন্ডার জসুয়া কিমিচের। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 03:33 PM
Updated : 15 June 2018, 03:33 PM

টানা দুইবার বিশ্বকাপ জেতা সবশেষ দল ব্রাজিল। ১৯৫৮ সালে বিশ্বকাপ জিতে ১৯৬২ সালে শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছিল সেলেসাওরা। এই অর্জনের হাতছানি জার্মানির সামনে; চার বছর আগে বিশ্বকাপ জেতা দলটি এবারও অন্যতম ফেভারিট।

গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রেখে গত বছর কনফেডারেশন্স কাপে চ্যাম্পিয়ন হয় ইওয়াখিম লুভের দল।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে কিমিচ বলেন, "টানা দুইবার বিশ্বকাপ জেতাটা খুবই কঠিন। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, আবারও আমরা ভাল করতে পারব। গেল বছরের সাফল্য আমাদের বিশ্বাস আরও বাড়িয়েছে।"

"জার্মানিতে অধিকাংশ মানুষের কাছে গুরুত্বের দিক থেকে কনফেডারেশন্স কাপ খুব বড় কিছু ছিল না। তবে আমার মনে হয়, শেষ পর্যন্ত সবাই আমাদের ম্যাচগুলো দেখেছিল এবং তারা আমাদের দলটাকে পছন্দ করেছিল।"

"আমরা এখন আরও বড় প্রতিযোগিতায়। অবশ্যই, বিশ্বকাপ আরও বেশি স্পেশাল। এটা আমার প্রথম বিশ্বকাপ। তবে নিজেকে প্রস্তুত মনে হচ্ছে। এখন আমাদের আরও ভাল স্মৃতি গড়তে হবে।"