'বিশ্বকাপ জয়ের জন্য সবকিছুই আছে ফ্রান্সের'

এবারের বিশ্বকাপের অন্যতম তারুণ্য নির্ভর দল ফ্রান্স। তাতে দুর্ভাবনার কিছু দেখছেন না কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছু তাদের দলে আছে বলে বিশ্বাস তরুণ এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 01:21 PM
Updated : 15 June 2018, 01:21 PM

কাজানে শনিবার বাংলাদেশ সময় বিকাল চারটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স।

তারুণ্যনির্ভর দল নিয়ে এমবাপে বলেন, "হ্যাঁ, আমাদের দলটি তরুণ। তবে দলের দিকে তাকালে আপনি দেখবেন আমরা বার্সেলোনা, মাদ্রিদ, প্যারিস, ইউভেন্তুস, ম্যানচেস্টারে খেলি। ইউরোপের যেকোনো বড় দল ধরুন, অন্তত একজন ফরাসি খেলোয়াড় পাবেন।" 

"অবশ্যই আমরা তরুণ। তবে এরই মধ্যে আমাদের অনেক খেলোয়াড়ের অনেক অভিজ্ঞতা হয়েছে: রাফায়েল ভারানে রিয়ালের হয়ে বেশ কয়টি (চারটি) চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সামুয়েল উমতিতি বার্সেলোনায় শুরুর একাদশে খেলছেন। পল পগবা ইউভেন্তুসে অসাধারণ চারটি মৌসুম খেলেছেন।"

"আমাদের বয়স নিয়ে কথা বলাটা আমার পছন্দ নয়। আপনারা এটা পছন্দ করুন বা নাই করুন।"

ধারণা করা হচ্ছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউট পর্বে যাবে ফ্রান্স। 'সি' গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী পেরু ও ডেনমার্ক। তবে বিশ্বকাপে নিজেদেরকে স্পেন, জার্মানি ও ব্রাজিলের মতো ফেভারিটদের থেকে কিছুটা পিছিয়ে রাখছেন এমবাপে।   

"ব্রাজিল, স্পেন ও জার্মানি আমাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে। তবে একটা প্রতিযোগিতায় কী ঘটতে পারে তা আপনি কখনোই জানেন না।"