পগবার কাছে 'বড় কিছুর' প্রত্যাশা ফ্রান্সের

বিশ্বকাপে মিডফিল্ডার পল পগবার কাছ থেকে ফ্রান্স বড় কিছু প্রত্যাশা করছে বলে জানিয়েছেন তার সতীর্থ অঁতোয়ান গ্রিজমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 12:02 PM
Updated : 15 June 2018, 12:02 PM

কাজান অ্যারেনায় শনিবার বাংলাদেশ সময় বিকাল চারটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ মিশন। 'সি' গ্রুপে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী পেরু ও ডেনমার্ক।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০১৭-১৮ মৌসুমটা ভাল খারাপ মিলিয়ে কাটে পগবার। ম্যাচে তার আধিপত্য বিস্তারের সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন তোলেন সমালোচকরা। তবে তার সামর্থ্যে আস্থা আছে গ্রিজমানের। ২৫ বছর বয়সী পগবা রাশিয়ায় জ্বলে উঠবে বলেও বিশ্বাস আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ডের।

ফিফা ডটকমকে গ্রিজমান বলেন, "আমরা পগবার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করছি - তার প্রতিভার ছোঁয়া ও দূরপাল্লার শটে গোল।... আমাদের দলে কোনো নেতা নেই। তবে পল যখন কথা বলে, সবাই শোনে।"

তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপেও সতীর্থ পগবার দারুণ প্রশংসা করেন।  

"পল সৃজনশীল একজন খেলোয়াড়। মাঠে তার উপস্থিতি অনুভব করা যায়। একই সঙ্গে পাস দেওয়াতেও সে দক্ষ।"

"দলের জন্য তিনি গুরুত্বপূর্ণ। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। আর বড় মাপের খেলোয়াড়রা সবসময়ই নেতা।"